Read in English
This Article is From Apr 12, 2020

দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প

বিকেল ৫.৪৫টায় কম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

দিল্লি ও তার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প

নয়াদিল্লি:

দিল্লি (Delhi-NCR) ও তার পার্শ্ববর্তী এলাকায় ভূমিকম্প (Earthquake) । কম্পনের উৎসস্থল দিল্লি-উত্তরপ্রদেশ সীমানা, রিখটার  স্কেলে কম্পনের মাত্রা ৩.৫ বলে জানিয়েছেন আধিকারিকরা। কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষতির খবর পাওয়া যায়নি। লকডাউনের ফলে ঘরবন্দি রয়েছেন এলাকার মানুষ, সোস্যাল মিডিয়ায় ভূমিকম্প ছবি পোস্ট করেছেন। বিকেল ৫.৪৫টায় কম্পন অনুভূত হয়েছে বলে জানানো হয়েছে। নাগরিকদের সুরক্ষার বার্তা দিতে ট্যুইট করেছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  সেখানে তিনি লেখেন, “দিল্লিতে কম্পন অনুভুত হয়েছে। আশা করি সবাই সুরক্ষিত রয়েছেন। আপনাদের সকলের সুরক্ষা কামনা করি”। সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বেশ কয়েক সেকেন্ড ধরে বেশ কিছু জায়গায় কম্পন চলে, বহু মানুষ আতঙ্কিত হয়ে ঘর থেকে বেরিয়ে পড়েন।

 পূর্ব দিল্লির বাসিন্দা এস ডামলে পিটিআইকে বলেন, “আমার চেয়ার নড়তে থাকে। আমি সত্যই খুব আতঙ্কিত হয়ে পড়ি”।

পূর্ব দিল্লির বাসিন্দা এস ডামলে পিটিআইকে বলেন, “আমার চেয়ার নড়তে থাকে। আমি সত্যই খুব আতঙ্কিত হয়ে পড়ি”।
Advertisement