করোনা আবহে সারা শরীরকে স্যানিটাইজ করতে তৈরি হল ‘আয়ুর্বেদিক স্যানিটাইজেশন টানেল'! পূর্ব বর্ধমান জেলার একটি বেসরকারি বিদ্যালয়ের পড়ুয়ারা এই বিশেষ টানেলটি তৈরি করেছে। যার মধ্যে ঢুকলে আপনা থেকেই সারা শরীর স্যানিটাইজ হয়ে যাবে।
টানেলের ভিতরে একসঙ্গে একবারে বারোজনকে জীবাণুমুক্ত করা যায়, মঙ্গলবার জানান মেমারি ক্রিস্টাল মডেল স্কুলের এক মুখপাত্র।
তিনি বলেন, “আয়ুর্বেদিক স্যানিটাইজার”-এ' কর্পূর তেল রয়েছে, মেন্থল এবং থাইম তেল রয়েছে। স্কুলেই প্রযুক্তি ক্লাব কর্মশালায় শিক্ষকদের তত্ত্বাবধানে পড়ুয়ারা এই টানেলটি তৈরি করেছে বলেও জানান ওই মুখপাত্র।
তিনি আরও বলেন, “ভেষজ জীবাণুনাশক সুড়ঙ্গে প্রবেশকারী মানুষদের উপর স্বয়ংক্রিয়ভাবেই স্প্রে করা হবে।” সাধারণত, সোডিয়াম হাইপোক্লোরাইট জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয় তবে এটি মানুষের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, এমনটা ভেষজ স্যানিটাইজারের ক্ষেত্রে হয় না।
এর আগে একটি আয়ুর্বেদিক স্যানিটাইজেশন টানেল তৈরি করা হয়েছিল কলকাতার বিড়লা শিল্প ও প্রযুক্তি জাদুঘরে।