ওই ভাঙচুরের ঘটনাকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম
কলকাতা: এবার রাজনৈতিক রোষের শিকার হলেন পশ্চিমবঙ্গের রূপকার (West Bengal's Ex-Chief Minister) বিধানচন্দ্র রায়। পূর্ব বর্ধমান জেলায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর মূর্তিটি ভেঙে (Bust Vandalised) টুকরো টুকরো হয়ে পড়ে থাকতে দেখা যায়। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি একে-অপরকে মূর্তি ভাঙার (BC Roy bust) ঘটনায় দোষারোপ করেছেন। স্বাধীনতার পরে পশ্চিমবঙ্গের শিল্পায়ন ও আধুনিকীকরণে অগ্রণী ভূমিকা পালন করার জন্য বিধানচন্দ্র রায়ের ওই আবক্ষ মূর্তিটি স্থাপন করা হয়েছিল পূর্ব বর্ধমানের মানকর শহরে। সকালে সেখানে গিয়ে দেখা যায় কেউ বা কারা ডঃ বিধান চন্দ্র রায়ের মূর্তিটি ভেঙে টুকরো টুকরো করে ফেলে রেখেছে।
বিধান চন্দ্র রায়ের এই মূর্তি ভাঙচুরের ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম নাম না করেই বিজেপিকে দোষারোপ করেছেন।, রাজ্যে গেরুয়া দলের জনপ্রিয়তা বাড়ার পর থেকেই পশ্চিমবঙ্গে এই জাতীয় ঘটনাও বাড়ছে বলে উল্লেখ করেন তিনি।
বিজেপির সঙ্গে ঝামেলার মধ্যেই, “প্রমাণ” চাইল তৃণমূল
ফিরহাদ হাকিম সাংবাদিকদের উদ্দেশে বলেন, "একটি দল দেশ শাসন করছে, কিন্তু দেশের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে তাঁরা কিছুই জানে না"। ত্রিপুরায় বিজেপি কর্মীরা গত বছরই কমিউনিস্ট আইকন লেনিনের মূর্তি ভেঙে ফেলে এই বিষয়টি উল্লেখ করে তিনি বলেন যে বিরোধী দলগুলির মতাদর্শের প্রতি শ্রদ্ধা রাখে তৃণমূল কংগ্রেস টিএমসি বিশ্বাস করে। এই রাজ্যে বামফ্রন্ট সরকারকে হটিয়ে ক্ষমতায় এলেও এমন ঘটনা তাঁরা ঘটাননি কক্ষণো, এই দাবিও করেন রাজ্যের মন্ত্রী। তিনি বলেন, "২০১১ সালে বামফ্রন্ট হারিয়ে ক্ষমতায় আসার পরে আমরা কলকাতায় লেনিনের মূর্তি ভাঙচুর করার কথা ভাবিনি"।
এদিকে বিজেপির বিরুদ্ধে বিধান চন্দ্র রায়ের মূর্তি ভাঙার অভিযোগ উঠলেও তা অস্বীকার করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেন যে তার দল "এই ধরনের নিচু কাজ" করে না এবং এই ঘটনায় তদন্তের দাবি করেছেন তিনি।
কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা বাবুল সুপ্রিয়ও দিলীপ ঘোষের কথায় সুর মিলিয়ে বলেন, ডঃ বিধান চন্দ্র রায়ের আবক্ষ মূর্তি ভাঙচুরের ঘটনার সঙ্গে গেরুয়া দলের কোনও যোগ নেই।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় পাঁচ সদস্যের বিশেষ কমিটি করল রাজ্য
এই বছরের শুরুতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের একটি রোড শো চলাকালীন কলকাতার একটি কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার কথাও উস্কে দিয়েছে পূর্ব বর্ধমানের এই মূর্তি ভাঙার ঘটনাটি। তবে এখনও জানা সম্ভব হয়নি যে এই ভাঙচুরের ঘটনার নেপথ্যে ঠিক কারা রয়েছে। কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপি এই ঘটনা নিয়ে একে অপরকে দোষারোপ করার কাজে নেমে পড়েছে । যদিও এই মূর্তি ভাঙার ঘটনায় নিন্দায় সরব হয়েছেন সাধারণ মানুষ।