প্রায় চার বছর আগে 2014 সালে রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর নামে অভিযোগ দায়ের করে ইডি।
হাইলাইটস
- রোজভ্যালি চিটফান্ড কান্ডের তদন্তে নতুন করে তল্লাশি চালাল ইডি
- কলকাতা এবং আশপাশের এলাকায় একযোগে চার জায়গায় চলল তল্লাশি
- কলকাতার পাশাপাশি সল্টলেক এবং বারসতেও চলে তল্লাশি
কলকাতা: রোজভ্যালি চিটফান্ড কান্ডের তদন্তে নতুন করে তল্লাশি চালাল ইডি। কলকাতা এবং আশপাশের এলাকায় শনিবার একযোগে চার জায়গায় চলল তল্লাশি। সংস্থার আধিকারিকদের বাড়িতেও হানা দেন ইডির গোয়েন্দারা। কলকাতার পাশাপাশি সল্টলেক এবং বারসতেও চলে তল্লাশি। সংবাদ সংস্থা আইএনএস জানিয়েছে এদিনের তল্লাশিতে বেশ কিছু নথিপত্র উদ্ধার হয়েছে। তদন্তকারী আধিকারিকদের মনে হচ্ছে উদ্ধার হওয়া নথিপত্র তদন্তের কাজে লাগবে। বেশ কয়েক বছর ধরে এই মামলার তদন্ত চালাচ্ছে ইডি। আর সেই সূত্র ধরে ইতিমধ্যে 2,300 কোটি টাকার সম্পত্তিও বাজেয়াপ্ত করেছে ইডি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের অধীনেই তদন্ত চালানো হচ্ছে।
প্রায় চার বছর আগে 2014 সালে রোজভ্যালি কর্তা গৌতম কুন্ডুর নামে অভিযোগ দায়ের করে ইডি। কিছু দিন বাদে 2015 সালে গ্রেফতার হন গৌতম। রোজভ্যালি ছাড়া সারদা সহ আরও বেশ কয়েকটি চিটফান্ড কেলেঙ্কারির তদন্ত করছে ইডি।