This Article is From Jun 18, 2018

সারদা কান্ড: ইডি নলিনী চিদাম্বরমকে আবার সমন পাঠালো

টাকা আত্মসাৎ প্রতিরোধ আইনের (PMLA) অন্তর্গত এই কেসে তার জবানবন্দি রেকর্ড করতে চাইছে ইডি

সারদা কান্ড: ইডি নলিনী চিদাম্বরমকে আবার সমন পাঠালো

নলিনী জনসমক্ষে জানান যে, এই গোটা ঘটনায় তার রাজনৈতিক ভাবমূর্তি খারাপ করার জন্যই চেষ্টা করা হচ্ছে

নিউ দিল্লি: সারদা কান্ডে টাকা নেওয়ার অভিযোগে আবার সমন পাঠালো হল নলিনী চিদাম্বরমকে। সরকারিভাবে জানা যাচ্ছে কলকাতার অফিসে আগামী 20ই জুন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রীকে হাজির হতে হবে।  গত 7ই মে তাকে আরেকবার সমন পাঠানো হয়েছিল কিন্তু সেই সময় তিনি আগে থেকেই মাদ্রাজ হাইকোর্টে অ্যাপিল করেছিলেন। নলিনীর করা আবেদনে 24 এপ্রিল বিচারপতি এস এম সুব্রামানিয়াম পিটিশন খারিজ করে দেওয়াকে উকিল চ্যালেঞ্জ করেছিলেন। যখন সারদা কান্ডে টাকা নেওয়ার অভিযোগ নিয়ে আসে তখনই নলিনী চিদম্বরম মাদ্রাজ হাইকোর্টে পৌঁছান। সমন পাঠানোর বিরুদ্ধে ইডির বিরুদ্ধে আদালতে মামলাও দায়ের করেন নলিনী চিদাম্বরম৷ এর আগে তিন তিনবার তলব করা হয়েছিল নলিনী চিদাম্বরমকে। কিন্তু সেখানে তিনি ছিলেন গড় হাজির।

সিআরপিসি 160 সেকশন দেখিয়ে, তদন্তের জন্য তার বাড়ি থেকে বাইরে জিজ্ঞাসাবাদ না করার আইন দেখানোকে অবধি মঞ্জুর করা হয় না।  এবং জানানো হয় ঘটনা ও পরিস্তিতির পরিপেক্ষিতে এই ধরণের ছাড় দেওয়া সবসময় বাধ্যতামূলক নয়। 

বিচারপতি এমনকি ইডিকে একটা নতুন সমন তৈরী করার নির্দেশ দিয়েছিল। যেখানে 30 এপ্রিল তাকে সমন পাঠিয়ে জানানো হয়, যে তাকে 7ই মে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে হবে। 

এজেন্সির তরফ থেকে জানা যাচ্ছে, তারা টাকা আত্মসাৎ প্রতিরোধ আইনের (PMLA) অন্তর্গত এই কেসে তার জবানবন্দি রেকর্ড করতে চাইছে। প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরমের স্ত্রী নলিনী চিদাম্বরমকে 2016 সালের 7ই সেপ্টেম্বর প্রথম সারদা কাণ্ডে ইডির সমন পাঠিয়েছিল। অভিযোগ ছিল এটাই যে, সারদার একটি টিভি চ্যানেল কেনার সময় 1.26  কোটি টাকার বিনিময়ে মধ্যস্ততা করেন নলিনী৷ তাকে এই ব্যাপারে আগেও ইডি ও সিবিআই প্রশ্ন করেছিল, তবে এজেন্সির খবর অনুযায়ী সম্পূর্ণ নতুন প্রমান পাওয়ার পরই তাকে সমন পাঠানো হয়েছিল।

এই কেসের শুনানির সময় নলিনী জনসমক্ষে জানান যে, এই গোটা ঘটনায় তার রাজনৈতিক ভাবমূর্তি খারাপ করার জন্যই চেষ্টা করা হচ্ছে।

তিনি জানিয়েছেন, কোনো প্রজেক্টে পরামর্শ দানের জন্য পারিশ্রমিক নেওয়া কখনই অপরাধ হতে পারে না।  সন্দেহজনক কোনো ফৌজদারি মামলায় কোনো উকিল প্রবেশ করলেই সে একটা পারিশ্রমিক পায়। 

2016 সালে কলকাতার পিএমএলএ কোর্টে ইডি একটা গোটা চার্জশিট তৈরী করে ছিল।  নলিনী চিদাম্বরমের ছেলে কার্তি-কেও ইতিমধ্যে ইডি  এয়ারসেল ম্যাক্সিস ডিল ও আইএনএক্স এর মতো দুটো ঘটনায় জিজ্ঞাসাবাদ করছে।



(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)
.