This Article is From Jul 15, 2019

সারদাকাণ্ডে তৃণমূল সাংসদ শতাব্দী রায়সহ পাঁচজনকে তলব করল ইডি

তৃণমূলের সাংসদ শতাব্দী রায়কে গত সপ্তাহে ইডি নোটিশ পাঠিয়েছিল বলে খবর। যদিও সংসদের অধিবেশন চলার যুক্তিতে তদন্তকারীদের সামনে হাজিরা দেননি তিনি

Advertisement
Kolkata

ইডি সূত্রের খবর, শতাব্দী রায়, কুনাল ঘোষ ছাড়াও, ইডির নোটিশ পাঠানো হয়েছে আরও বেশ কয়েকজনকে।(ফাইল ছবি)

কলকাতা:

সারদাকাণ্ডের তদন্ত জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূল সাংসদ শতাব্দী রায়, দলের সাসপেন্ডেড সাংসদ কুনাল ঘোষসহ ৬ জনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর এমনটাই। ইডি সূত্রের খবর, শতাব্দী রায়, কুনাল ঘোষ ছাড়াও, ইডির নোটিশ পাঠানো হয়েছে, ব্যবসায়ী সজ্জন আগরওয়াল, সন্ধির আগরওয়ালকেও। এছাড়া ইস্টবেঙ্গলের ক্লাবকর্তা দেবব্রত সরকার, সারদা কর্ণধার সুদীপ্ত সেনের ঘনিষ্ঠ অরিন্দম দাসকেও নোটিশ পাঠানো হয়েছে। কবে তাঁদের হাজিরা দিতে হবে, তা উল্লেখ না করেই এক ইডি আধিকারিক বলেন, “৬ জনকে হাজিরা দিতে বলা হয়েছে। তাঁদের বেশীরভাগজনকেই চলতি মাসেই হাজিরা দিতে বলা হয়েছে”।

সিবিআইয়ের নোটিশ নিয়ে রাজীব কুমারের আবেদনের অগ্রিম শুনানির আর্জি খারিজ

২০১৩-এ সারদাকাণ্ডে তৎকালীন বিধানগরের কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে তৈরি হওয়া সিটে গ্রেফতার করে কুনাল ঘোষকে। সেই সময় তৃণমূলের রাজ্যসভার সাংসদ ছিলেন তিনি। ২০১৬-এ জামিন পান কুনাল ঘোষ।

Advertisement

২০১৪-এর অগস্টে দেবব্রত সরকারকে গ্রেফতার করে সিবিআই। ২০১৫-এ জামিন পান তিনি।অরিন্দম দাস ও সন্ধির আগরওয়ালকেও সারদা কেলেঙ্কারিতে যুক্ত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়।

বর্তমানে তৃণমূলের সাংসদ শতাব্দী রায়। তাঁকে গত সপ্তাহে ইডি নোটিশ পাঠিয়েছিল বলে খবর। যদিও সংসদের অধিবেশন চলার যুক্তিতে তদন্তকারীদের সামনে হাজিরা দেননি তিনি। ২০১৩-এ সামনে আসে সারদা কেলেঙ্কারি।



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement
Advertisement