Eden Match : ইডেন টেস্ট পাঁচদিন গড়াবে ? কী বললেন ক্রিকেটর?
কলকাতা: সিটি অফ জয় এখন পিঙ্ক সিটিতে পরিণত হয়েছে। উপলক্ষ অবশ্যই ইডেনের( Eden Match) গোলাপি বলে প্রথম দিন রাতের ঐতিহাসিক টেস্ট ম্যাচ। দুটি দল ইতিমধ্যে শহরে এসে পৌঁছে গেছে। গোটা শহরে এখন উৎসবের আমেজ। রাত পোহালেই সেই ঐতিহাসিক ক্রিকেট উৎসব। শহরে ইতিমধ্যেই পা রাখতে শুরু করেছেন একের পর এক সেলিব্রিটি। অনুশীলনে কোনও খামতি রাখছেন না ভারতীয় এবং বাংলাদেশী ক্রিকেটাররা। কিন্তু গোলাপী বল (Pink Ball) একেবারে নতুন, দুই দলের ক্রিকেটারদের( Eden Match) কাছেই। তাই সেই বলে আগামিকাল যখন খেলা হবে দুই টিমের কাছেই তা হবে অগ্নিপরীক্ষা।
প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায় জানালেন গোলাপী বল সম্পর্কে নানান কথা। যেমন গোলাপী বল তৈরি করতে সময় লাগে আট দিন। এই গোলাপী বলের ওপর এক্সট্রা আরও একটি coating দেওয়া হয়। এস জি পিঙ্ক বল সাহায্য করবে পেসারদের। এই বলে পেসাররা সুইং এবং বাউন্স দুটোই ভাল পাবেন। তবে হ্যাঁ ,লাইন অ্যান্ড লেনথ অবশ্যই ঠিক রাখতে হবে। শরদিন্দু মুখোপাধ্যায় এর মতে পেসারদের স্বর্গরাজ্য হতে চলেছে আগামী কয়েকদিন। তার কারণ অবশ্যই গোলাপী বল। স্পিনারদের এই বল খুব একটা সাহায্য করবে না। আর ব্যাটসম্যানরা! তাদের ধরে খেলতে হবে অনেকটাই। প্রথম দিন রাতের টেস্ট তার ওপর গোলাপী বল, সঙ্গে দোসর গঙ্গার হাওয়া। পিচে যদি সামান্য হলেও ঘাস থাকে আর গঙ্গার হাওয়া যদি দেয় তাহলে বল মারাত্মক সুইং করবে।যা বেশ বেগ দেবে আগামীকাল থেকে শুরু হতে চলা ইডেন টেস্টে ব্যাটসম্যানদের।
প্রাক্তন ক্রিকেটার মনে করেন অভিজ্ঞতার দিক থেকে ভারতীয় টিম বাংলাদেশের থেকে অনেকটাই এগিয়ে থাকবে। এর পাশাপাশি ভারতীয় দলের ক্রিকেটাররা, বিশেষ করে মহম্মদ শামি, ঘরোয়া ক্রিকেটে গোলাপী বলে খেলেছে। অন্যদিকে বাংলাদেশের এই টিম এর আগে গোলাপী বলে কখনও খেলেনি। অতএব তাদের কাছে আগামীকাল থেকে যে ম্যাচ শুরু হতে চলেছে ইডেনে তা রীতিমত চ্যালেঞ্জিং। পিঙ্ক বল সঙ্গে ডে নাইট টেস্ট ম্যাচ। আড়াই থেকে তিন দিনের বেশি এই খেলা গড়াবে না ,NDTV BANGLA কে জানালেন প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখোপাধ্যায়।