রমজান মাসে রোজার শেষে ইদ-উল-ফিতর শান্তি ও সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে পালিত হয়
নিউ দিল্লী: ইদ-উল-ফিতর সারা দেশে শনিবার পালিত হলেও কেরালায় আজ পালন করা হবে বলে জানা গেল। কারণ গতকাল ইদের চাঁদ দেখা যায়নি, জামা মসজিদের ইমাম সেয়াদ আহমেদ বুখারি একথা জানিয়েছেন। এই উৎসব আজ কেরালার দক্ষিণ অঞ্চলে পালিত হবে কারণ রাজধানী তিরুবনন্তপুরমের থেকে 370 কিমি. দূরে অবস্থিত কোজিকোড় জেলাতে গতকাল চাঁদ দেখা গেছে।
শহরের ঐতিহাসিক মসজিদের একজন শীর্ষস্থানীয় আধিকারিক জানান, জামা মসজিদের শাহি ইমাম গতকাল রাতে চাঁদ-দর্শন কমিটির সঙ্গে বৈঠকের পর একথা ঘোষণা করেছেন।
“গতকাল চাঁদ দেখা যায়নি। সুতরাং দিল্লীতে এবং দেশের অন্যান্য অঞ্চলে ইদ শনিবার পালন করা হবে”, সংবাদ সংস্থা পিটিআই তাঁর এই বক্তব্য পেশ করেছে।
রমজান মাসে রোজার শেষে ইদ-উল-ফিতর শান্তি ও সৌভ্রাতৃত্বের প্রতীক হিসাবে পালিত হয়।
এই উৎসবের উল্লেখযোগ্য বিষয় হল ভোজন এবং মসজিদ ও ইদগাহে আল্লার কাছে প্রার্থনা করা।
এই দিনে মানুষ, বিশেষত শিশুরা ঐতিহ্যশালী পোশাক পরে আনন্দে মেতে ওঠে, যার মাধ্যমে এই সম্প্রদায়ের মানুষের কাছে ঐক্য এবং সৌভ্রাতৃত্বের বার্তা দেওয়া হয়।