This Article is From May 23, 2020

শনিবার দেখা যায়নি চাঁদ, দেশজুড়ে সোমবার পালিত হবে ইদ, জানালেন জামা মসজিদের শাহি ইমাম

Eid 2020: কোভিড-১৯ প্রাদুর্ভাব এবং দেশব্যাপী লকডাউনের কারণে শাহি ইমাম সকলকে বাড়িতেই নমাজ পড়ার আবেদনও করেন।

শনিবার দেখা যায়নি চাঁদ, দেশজুড়ে সোমবার পালিত হবে ইদ, জানালেন জামা মসজিদের শাহি ইমাম

উপবাসের মাস রমজান শেষ হয় ইদের মাধ্যমে।

নয়াদিল্লি:

শনিবার দেখা যায়নি ইদের চাঁদ। তাই আগামী সোমবার, ২৫ মে দেশজুড়ে উদযাপিত হবে ইদ-উল-ফিতর, সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন দিল্লির জামা মসজিদের শাহি ইমাম আহমেদ শাহ বুখারি।

কোভিড-১৯ প্রাদুর্ভাব এবং দেশব্যাপী লকডাউনের কারণে শাহি ইমাম সকলকে বাড়িতেই নমাজ পড়ার আবেদনও করেন।

এই প্রথম সম্ভবত দেশ জুড়ে মসজিদ এবং ইদগাহে গণ-নমাজ অনুষ্ঠিত হবে না কারণ করোনা ভাইরাসের প্রাদুর্ভাব রুখতে কেন্দ্র সরকার সব ধরণের ধর্মীয় সমাবেশ নিষিদ্ধ করেছে।

.