Read in English
This Article is From Jan 16, 2020

ওড়িশায় বেলাইন Lokmanya Tilak Express-র ৮ কামরা, আহত বেশ কয়েকজন

Lokmanya Tilak Express Derailment: ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার ফলেই ওই ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে

Advertisement
অল ইন্ডিয়া Edited by

Lokmanya Tilak Express: বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ বেলাইন হয় ট্রেনের কামরা

Highlights

  • বেলাইন হয়ে গেল লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮ টি কামরা
  • ঘন কুয়াশার জেরেই ওই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে
  • আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে
কটক, ওড়িশা:

বছর শুরু হতে না হতেই ফের ট্রেন দুর্ঘটনার সাক্ষী দেশ। ওড়িশার (Odisha) কটকে বেলাইন হয়ে গেল লোকমান্য তিলক এক্সপ্রেসের (Lokmanya Tilak Express) ৮ কামরা, কমপক্ষে ২০ জন আহত বলে প্রাথমিক সূত্রে খবর। জানা গেছে, আজ (বৃহস্পতিবার) সকাল ৭টা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ভুবনেশ্বরগামী লোকমান্য তিলক এক্সপ্রেসের ৮ টি কামরা কটকের সালাগাঁও ও নেরগুণ্ডি স্টেশনের কাছে লাইনচ্যুত হয়। ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কম থাকার ফলেই পেছন থেকে এক মালগাড়ির গার্ড ভ্যানে ধাক্কা দেয় যাত্রীবাহী ওই ট্রেনটি, ফলে ট্রেনটির কামরাগুলি লাইনের বাইরে চলে যায় এবং এই দুর্ঘটনা (Train Accident) ঘটে বলে জানা গিয়েছে।

নিজের চোখেই দেখে নিন কীভাবে লাইন থেকে ছিটকে পড়লো এই ট্রেনটি!

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তবে হাসপাতাল সূত্রে খবর যে, মুম্বই-ভুবনেশ্বর লোকমান্য তিলক এক্সপ্রেসের আহত যাত্রীদের কারুরই বড়সড় চোট লাগেনি। 

Advertisement

ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ট্রেন দুর্ঘটনার কারণে চারিদিকে বিশৃঙ্খলার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বহু যাত্রী তাঁদের সঙ্গে থাকা মালপত্র নিয়ে এদিক-ওদিক ছোটাছুটি করছেন। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের কামরার মধ্যে আহত অবস্থায় আরও কেউ আটকে আছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।

Bank Strike-এর জেরে পরপর ৩দিন বন্ধ ব্যাংক, বন্ধ এটিএম পরিষেবাও? জেনে নিন...

Advertisement

সংবাদসংস্থা এএনআই জানিয়েছে যে, ওই রেল দুর্ঘটনার কারণে সালাগাঁও ও নেরগুণ্ডি স্টেশনের মাঝে সাময়িক ভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ৫টি অন্য ট্রেনের গতিপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে বলে রেলসূত্রে খবর।

Advertisement