This Article is From Aug 31, 2019

মহারাষ্ট্রের কেমিক্যাল কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, হত ৮

শতাধিক কর্মী ওই কারখানায় কাজ করছিলেন। সেই সময় ঘটে বিস্ফোরণ।

মহারাষ্ট্রের কেমিক্যাল কারখানায় সিলিন্ডার বিস্ফোরণ, হত ৮

দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজ চালাচ্ছে।

মুম্বাই:

মহারাষ্ট্রের (Maharastra) ধুলে জেলায় কেমিক্যাল কারখানায় ভয়াবহ বিস্ফোরণ (Explosion)। সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে বলা জানিয়েছে পুলিশ। শনিবার সকালে দুর্ঘটনাটি হয়। সেই সময় প্রায় শতাধিক কর্মী ওই কারখানায় কাজ করছিলেন। শিরপুর তালুকার ওয়াগাধি গ্রামে কেমিক্যাল কারখানাটি অবস্থিত। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, সকাল পৌনে দশটার সময় বিস্ফোরণ ঘটে। শিরপুর থানার (Shirpur police station) পুলিশের এক অফিসার জানান, ‘প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একাধিক সিলিন্ডার ফেটেছে। আটজন শ্রমিকের দেহ উদ্ধার করা গিয়েছে এখনও পর্যন্ত। চলছে উদ্ধার কাজ।' দমকল, পুলিশ, বিপর্যয় মোকাবিলা দল উদ্ধার কাজ চালাচ্ছে। মর্মান্তিক এই ঘটনায় সোকের ছায়া শিরপুর তালুকার ওয়াগাধি গ্রামে। কারখানার প্রয়োজনীয় অনুমতি ছিল কিনা তা দেখা হবে বলে জানানো হয়েছে।


বিস্তারিত আসছে..

.