This Article is From Jan 20, 2020

শতবর্ষে  Satyajit, এবার আসছেন ক্যালেন্ডারে

১০০ বছরে ১২টি কাজ দিয়ে তৈরি এই ক্যালেন্ডার সত্যজিৎকে পৌঁছে দেবে ঘরে ঘরে। সামনে আসবে দু’মাস অন্তর সারা বছর।  

Advertisement
বিনোদন Written by

ক্যালেন্ডারের পাতায় মহানায়ক, মহাপরিচালক

কলকাতা:

বেঁচে থাকলে সেঞ্চুরি করতেন। যদিও তাঁর ‘যাওয়া তো নয় যাওয়া'! তিনি ছড়িয়ে তাঁর আঁকা ছবিতে, গানে, সুরে, চিত্রনাট্যে, সিনেমায়। তাই তাঁর কাজ দিয়েই তাঁর জন্ম শতবর্ষ উদযাপিত হতে চলেছে ২২ জানুয়ারি। তাঁর বুকলেট, পোস্টার, ম্যাগাজিনের কভার, ডাকটিকিট দিয়ে। Ekshoy Baro ক্যালেন্ডার বানিয়ে। ১০০ বছরে ১২টি কাজ দিয়ে তৈরি এই Wall calendar সত্যজিৎকে পৌঁছে দেবে ঘরে ঘরে। সামনে আসবে দু'মাস অন্তর সারা বছর। যেমন, আইসিসিআরে Satyajit Ray পরিবারের সদস্যদের উপস্থিতিতে ওই দিন সামনে আসবে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার। জানুয়ারিতে জ্বলজ্বল করবেন মহানায়ক উত্তমকুমার, 'নায়ক' ছবিতে। ফেব্রুয়ারি নির্দিষ্ট মাধবী মুখোপাধ্যায়ের 'মহানগর'-এর জন্য।

সবাই জানেন, সত্যজিৎ বিজ্ঞাপনী সংস্থার হয়ে কাজ করেছিলেন অনেক। নিজের সমস্ত প্রচারমূলক ক্রিয়েটিভ ডিজাইন করতেন তাই নিজের হাতে। নিজের ছবির পোস্টার, বুকলেট, সন্দেশ পত্রিকার মলাট প্রচ্ছদ, বইয়ে আঁকা ছবি, এমনকি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মশতবার্ষিকীতেও ইন্ডিয়া পোস্ট প্রকাশিত ডাকটিকিটের ডিজাইন করেছিলেন তিনিই। রঙের ব্যবহার, মোটিফ, ক্যালিগ্রাফি, ছবি--- সবই তাঁর প্রতিভায় অনন্য। এই ক্যালেন্ডার পরিচালক নয়, ডিজাইনার, চিত্রকর সত্যজিৎকে তুলে ধরবে। থাকছে নায়ক, মহানগর, সোনার কেল্লা, দেবী, গুপী গায়েন বাঘা বায়েন, গণশত্রু ইত্যাদির পোস্টার, বুকলেট প্রচ্ছদ। রবি কবির জন্মশতবর্ষের ডাকটিকিট, সন্দেশের প্রচ্ছদ, ফেলুদার বইয়ের প্রচ্ছদ ইত্যাদি। ক্যালেন্ডার অলঙ্করণে Sid Ghosh। পরিকল্পনায় Sudipta Chanda।

Advertisement