This Article is From Jun 07, 2020

চিকিৎসার ১১ হাজার টাকা মেটাতে না পারায় রোগীকে বেঁধে রাখার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

যদিও হাসপাতালের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, "সেই বৃদ্ধ মৃগী রোগী। তাই শারীরিক ভাবে যাতে আঘাত না লাগে বেঁধে রাখা হয়েছিল।"

চিকিৎসার ১১ হাজার টাকা মেটাতে না পারায় রোগীকে বেঁধে রাখার অভিযোগ হাসপাতালের বিরুদ্ধে

পরিবারের দাবি, ১১ হাজার টাকা বিল মেটাতে না পারায় পা ও হাত দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল

হাইলাইটস

  • চিকিৎসার বিল মেটাতে না পারায় অমানবিক আচরণের অভিযোগ
  • কাঠগড়ায় মধ্যপ্রদেশের হাসপাতাল। রোগীকে বেডের সঙ্গে বেঁধে রাখার অভিযোগ
  • তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের
ভোপাল:

মাত্র ১১ হাজার চিকিৎসা বিল মেটাতে না পারায় অমানবিকতার মুখে পড়লেন মধ্যপ্রদেশের এক বৃদ্ধ। অভিযোগ, "হাসপাতালের (A hospital in MP) বেডের সঙ্গে তাঁকে বেঁধে রাখা হয়েছিল। নিজেকে যাতে কোনওভাবে আঘাত করতে না পারে; তাই এই আচরণ।" নানা সূত্র মারফৎ সেই ঘটনার খবর মুখ্যমন্ত্রী শিবরাজ সিং (CM Shivraj Singh) চৌহানের কানে গিয়েছে। তিনি অভিযুক্ত হাসপাতালের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। সুজাপুর জেলা হাসপাতাল, ওই হাসপাতালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে। ওই বৃদ্ধার পরিবারের অভিযোগ; "আমরা ভর্তির সময় পাঁচ হাজার টাকা জমা করেছিলাম। তারপর কয়েকদিন চিকিৎসা চললে, যে বিল হয় সেটা মেটানোর ক্ষমতা সেই মুহূর্তে আমাদের কাছে ছিল না।"

যদিও হাসপাতালের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের দাবি, "সেই বৃদ্ধ মৃগী রোগী। তাই শারীরিক ভাবে যাতে আঘাত না লাগে বেঁধে রাখা হয়েছিল।"

চিকিৎসক বলেছেন; "মানবিকতার খাতিরে তাঁর চিকিৎসার বিল মকুব করা হয়েছে।" তবে; এই অভিযোগের গুরুত্ব বিচার করে জেলা প্রশাসন তদন্তের নির্দেশ দিয়েছে।

.