এ মাসের ২৭ তারিখ রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন কমিশনের আধিকারিকরা।
হাইলাইটস
- এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮ জন
- এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৩ কোটি ৫৭ লক্ষ ৮৩ হাজার ৪৬৩
- মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৯৭৯ জন
কলকাতা: রাজ্যে নতুন ভোটারের সংখ্যা ২০ লক্ষ। লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন জানাল এবার ভোটার তালিকায় মোট ২০ লক্ষ নতুন নাম সংযোজিত হয়েছে। এর ফলে এখন এ রাজ্যে মোট ভোটারের সংখ্যা ৬ কোটি ৯৭ লক্ষ ৬০ হাজার ৮৬৮ জন। এর মধ্যে পুরুষ ৩ কোটি ৫৭ লক্ষ ৮৩ হাজার ৪৬৩ আর মহিলা ৩ কোটি ৩৯ লাখ ৭৫ হাজার ৯৭৯ জন। কয়েক মাসের মধ্যেই লোকসভা নির্বাচন হবে বলে নির্বাচন কমিশনে এখন পুরোদমে কাজ শুরু হয়েছে। এরই মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পেল। এর পাশাপাশি এ মাসের ২৭ তারিখ রাজ্যের বিভিন্ন ভোট কেন্দ্রে যাবেন কমিশনের আধিকারিকরা। সেখানে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলবেন তাঁরা।
ভক্ত সমাগমের জোয়ারে কুম্ভ যেন মানব-মেলা
আগামী কয়েকটি মাস সদাব্যস্ত থাকবে নির্বাচন কমিশন। রীতি অনুযায়ী নির্বাচনের দিন তারিখ ঘোষণার আগে বিভিন্ন রাজ্যে যান কমিশনের প্রতিনিধিরা। সেই সমস্ত রাজ্যে কাজ করা আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তাঁরা। পাশাপাশি রাজ্য প্রশাসনের সঙ্গে কথা বলে আইন- শৃঙ্খলা পরিস্থিতি জেনে নেওয়া হয়। তার উপর ভিত্তি করে ঠিক হয় কোন রাজ্যে কতগুলি দফায় ভোট হবে। তাছাড়া প্রত্যেক বছর নতুন বেশ কিছু নির্দেশিকা জারি করে কমিশন। সেগুলি নিয়েও আলোচনা হয়। এর বাইরে রাজনৈতিক দল গুলিরও অভাব অভিযোগ লেগেই থাকে। সে সবেরও জবাব দেয় কমিশন।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)