Read in English
This Article is From Jun 04, 2019

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন এ বছরের শেষেই :নির্বাচন কমিশন

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন হতে পারে এবছরের শেষ দিকে। অমরনাথ যাত্রার পরেই নির্বাচনের সময় নির্ধারিত হবে বলে আজ নির্বাচন কমিশন জানিয়েছে।

Advertisement
অল ইন্ডিয়া

অমরনাথ যাত্রার পরেই নির্বাচনের সময় নির্ধারিত হবে বলে আজ নির্বাচন কমিশন জানিয়েছে।

Highlights

  • জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন হতে পারে এবছরের শেষ দিকে।
  • অমরনাথ যাত্রার পরেই নির্বাচনের সময় নির্ধারিত হবে বলে কমিশন জানিয়েছে।
  • গত বছরের জুন থেকে এই রাজ্য রাজ্যপালের শাসনাধীন।
জম্মু:

জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচন হতে পারে এবছরের শেষ দিকে। অমরনাথ যাত্রার পরেই নির্বাচনের সময় নির্ধারিত হবে বলে আজ নির্বাচন কমিশন জানিয়েছে। অমরনাথের মন্দিরে তীর্থযাত্রা শেষ হয় ১৫ অগস্ট। অমরনাথের বিখ্যাত গুহা শিরিনে তীর্থযাত্রীরা পুজো দিতে যান। বিজেপি মেহবুবা মুফতির পিপলস ডেমোক্রেটিক পার্টির সঙ্গে জোট ভেঙে দেওয়ার পর থেকে গত বছরের জুন থেকে এই রাজ্য রাজ্যপালের শাসনাধীন। ডিসেম্বর থেকে রাষ্ট্রপতি শাসন জারি হয় এখানে। কমিশন তাদের বিবৃতিতে জানিয়েছে, ‘‘কমিশন নিয়মিত ও নিয়ম করে লক্ষ রাখবে জম্মু ও কাশ্মীরের পরিস্থিতির দিকে। সমস্ত প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে অমরনাথ যাত্রার শেষে জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হবে। ''

Advertisement