Election dates 2019 schedule: লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করলেন মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা
নিউ দিল্লি: আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে চলেছে গোটা দেশজুড়ে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব। মোট ৭ দফায় ভোটগ্রহণ হবে এবার। শেষ হবে ১৯ মে। পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ এবং বিহার এই তিন রাজ্যে সাত দফাতেই ভোটগ্রহণ পর্ব হবে। রবিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল অরোরা বলেন, ২২'টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এক দফাতেই ভোটগ্রহণ হবে। কর্নাটক, মণিপুর, রাজস্থান এবং ত্রিপুরাতে ভোটগ্রহণ হবে ২ দফায়। অসম, ছত্তিশগড়ে হবে তিন দফায় ভোটগ্রহণ। ঝাড়খন্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র এবং ওড়িশাতে হবে চার দফায় ভোটগ্রহণ। জম্মু ও কাশ্মীরে হবে পাঁচ দফায় ভোটগ্রহণ।
১১ এপ্রিল থেকে ৭ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ, ফলাফল ২৩ মে
যে রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এক দফায় ভোটগ্রহণ হবে সেগুলি হল- অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেরালা, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, পাঞ্জাব, সিকিম, তেলেঙ্গানা, লাক্ষাদ্বীপ, চণ্ডিগড়, দিল্লি এবং পুদুচেরি।