This Article is From Mar 10, 2019

১১ এপ্রিল থেকে ৭ দফায় লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ, ফলাফল ২৩ মে

Election dates 2019 schedule: দেশজুড়ে ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল, ১৯, ২৩ ২৯, ৬ মে, ১২ মে এবং ১৯ মে।

Election dates 2019 schedule: ৫৪৩ আসনের লোকসভার নির্বাচন মে মাসে

হাইলাইটস

  • Voting on April 11, April 19, April 23, April 29, May 6, May 12, May 19
  • The festival of democracy, elections are here: PM Modi
  • Model Code of Conduct is now in place
নিউ দিল্লি:

১১ এপ্রিল শুরু লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব ফলাফল প্রকাশ হবে ২৩ মে, রবিবার সাংবাদিক সম্মেলনে জানাল নির্বাচন কমিশন।ভোটগ্রহণ হবে ১১ এপ্রিল, ১৯, ২৩, ২৯, ৬ মে, ১২, ১৯ মে।

গণতন্ত্রের বৃহত্তর উৎসবের সূচনা হয়ে গেল এর সঙ্গে সঙ্গেই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফের ক্ষমতায় ফেরার চেষ্টা, অন্যদিকে, বিরোধীদের প্রচেষ্টা, শক্তিশালী লড়াইয়ের।

লোকসভার সঙ্গে সঙ্গেই বিধানসভা নির্বাচন হবে অন্ধ্রপ্রদেশ, সিকিম, অরুণাচলপ্রদেশ এবং ওড়িশায়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ট্যুইটে লেখেন, “গণতন্ত্রের উৎসব, নির্বাচন উপস্থিত।২০১৯ লোকসভা ভোটে সমস্ত ভারতীয়কে অংশগ্রহণ করার আবেদন জানাচ্ছি।আমি আশা রাখি, এই নির্বাচন ঐতিহাসিক হবে।আমি বিশেষকরে প্রথমবারের ভোটারদের রেকর্ড সংখ্যায় ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি”।

rlipotms

আদর্শ আচরণবিধি চালু হয়ে গেল এখন থেকেই।

বিভিন্ন প্রকল্পের উদ্বোধনে সরকারকে সুবিধা করে দিতেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দল কংগ্রেস।

২০১৪ লোকসভা নির্বাচনে তিন দশকে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে আত্মপ্রকাশ করে বিজেপি।লোকসভায় ৫৪৩ আসনের মধ্যে ২৮২ আসনে জয়লাভ করে বিজেপি, যেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ২৭২ আসন।বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পায় ৩৩৬ আসন।

 

 

 

.