This Article is From May 25, 2019

Live Updates: মানুষের কাজ আমি করে দিয়েছি। এখন দলে বেশি সময় দেব: মমতা

Election Result 2019 Live Updates: দলের ফল কেন এতটা খারাপ হল তা বুঝে নেওয়ার চেষ্টা করবেন মমতা

Live Updates: মানুষের কাজ আমি করে দিয়েছি। এখন দলে বেশি সময় দেব: মমতা

Election Result 2019 Live Updates: আজ তৃণমূলের জরুরি বৈঠক

কলকাতা:

বিজেপিকে (Bjp) ভারত ছাড়া করার ডাক দিয়েছিলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দলের অনেকেই আশা করেছিলেন বিজেপিকে (bjp) পরাজিত করে নতুন যে সরকার দিল্লিতে তৈরি হবে তাতে বড় ভূমিকা নেবে তৃণমূল (TMC)। কিন্তু ফলাফল হয়েছে একেবারে উল্টো। দেশে তো বটেই রাজ্যেও থাবা বসিয়েছে বিজেপি (BJP)। ৪২টির মধ্যে ১৮টি আসন জিতেছে গেরুয়া শিবির। তৃণমূলের দখলে  আছে ২২ টি আসন। তবে আগামী দিনে রাজ্যে (West Bengal) নিজেদের আধিপত্য ধরে রাখা তৃণমূলের কাছে বেশ শক্ত ব্যাপার বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। এমতাবস্থায় দলের সাংসদ থেকে শুরু করে বিধায়ক দলীয় প্রার্থী, এবং জেলার নেতাদের বৈঠকে ডাকলেন মমতা।মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে এই বৈঠক হচ্ছে।

সেখানে পরাজয়ের কারণ নিয়ে পর্যালোচনা হবে।দলের ফল কেন এতটা খারাপ হল তা বুঝে নেওয়ার চেষ্টা করবেন মমতা। এমনিতেই লোকসভা নির্বাচনের ফলাফল (Election  Results 2019) সম্পূর্ণ প্রকাশ হওয়ার আগেই টুইট করে প্রতিক্রিয়া দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন জয়ীদের   অভিনন্দন।আমাদের ফল এরকম কেন হল তা আমরা খতিয়ে দেখব। পাশাপাশি তিনি লিখেছেন পরাজিত হওয়া মানেই হেরে যাওয়া নয়। এবার দলীয় নেতাদের বৈঠকে ডাকলেন নেত্রী। তিনি যখন এই বৈঠক করছেন তার আগে  থেকেই দলের অন্দরে  ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া  শুরু হয়েছে। ইতিমধ্যেই মুকুল রায়ের (Mukul Roy) ছেলেকে দল থেকে  বহিস্কার  করেছে তৃণমূল। দল সূত্রে  খবর আরও কয়েকটি কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন মমতা। 

May 25, 2019 17:59 (IST)
মানুষের কাজ আমি করে দিয়েছি। এখন দলে বেশি সময় দেব; মমতা
May 25, 2019 17:57 (IST)
আমার কবিতা ইতিহাস হয়ে থাকবে: মমতা
May 25, 2019 17:56 (IST)
আমি কংগ্রেসের মঙ্গল চাই , খারাপ চাই না: মমতা
May 25, 2019 17:53 (IST)
আমাদের ক্ষমতায় আসার আগে রাজনৈতিক সংঘর্ষে প্রথম ছিল বাংলা। এখন নেই: মমতা
May 25, 2019 17:50 (IST)
সরকার ভাঙলে ভুল করবে বিজেপি
May 25, 2019 17:48 (IST)
আগামী নির্বাচনে আমরা আরও বেশি ভোট পাব
May 25, 2019 17:48 (IST)
বিজেপির খেলা বুঝে গিয়েছে মানুষ
May 25, 2019 17:47 (IST)
প্রকাশ্যে বিজেপির হয়ে কাজ করেছে নির্বাচন কমিশন: মমতা
May 25, 2019 17:46 (IST)
বাংলায় অকথ্য অত্যাচার করছে বিজেপি
May 25, 2019 17:44 (IST)
নিজের দপ্তর ফিরে পাচ্ছেন সুব্রত মুখোপধ্যায়
May 25, 2019 17:43 (IST)
লোকসভায় তৃণমুলের দলনেতা নির্বাচিত হলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়
May 25, 2019 17:42 (IST)
জঙ্গলমহলের দায়িত্ব পেলেন শুভেন্দু অধিকারী
May 25, 2019 17:40 (IST)
মালদার তৃণমূলের সভাপতি হলেন মৌসম বেনজির নূর
May 25, 2019 17:40 (IST)
তিন আসনের পরাজিত প্রার্থী কে জেলা সভাপতি র দায়িত্ব দিলেন মমতা
May 25, 2019 17:38 (IST)
আমি একশো বার ইফতারে যাব: মমতা
May 25, 2019 17:36 (IST)
ভাটপাড়ায় দাঙ্গা চালানোর সুযোগ করে দিয়েছে কমিশন
May 25, 2019 17:35 (IST)
আমাদের কার্যালয় উদ্ধার করার নির্দেশ দিয়েছি
May 25, 2019 17:34 (IST)
মাত্র দুটি তিনটি আসনে সিপি এম একা করেছে: মমতা
May 25, 2019 17:33 (IST)
আমি পদের পরোয়া করি না। আগেও রেলমন্ত্রীর পদত্যাগ করেছি: মমতা
May 25, 2019 17:32 (IST)
কারচুপির নেপথ্যে বিদেশি শক্তির  হাত দেখছেন মমতা
May 25, 2019 17:31 (IST)
যে সমস্ত সিটে আমরা এক লক্ষ ভোটের কমে হেরেছি সেগুলো নিয়ে আমার সন্দেহ আছে: মমতা
May 25, 2019 17:30 (IST)
ইভিএমে কারচুপি করা হয়েছে অভিযোগ মমতার।
May 25, 2019 17:30 (IST)
পাঁচ ছটা রাজ্যে বিরোধীরা একটা আসন পায়নি। সেটা হয় কী করে: মমতা
May 25, 2019 17:29 (IST)
বিজেপি টাকা ছড়িয়েছে। সিপিএমকে টাকা দিয়েছে। তৃণমূলের দুএকজন কে টাকা দেওয়া হয়েছে: মমতা
May 25, 2019 17:28 (IST)
 পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেছিলাম আজকের বৈঠকে। বলেছিলাম আমি আর মুখ্যমন্ত্রীকে থাকব না: মমতা
May 25, 2019 17:27 (IST)
আমি নির্বাচন কমিশনের হাতে ক্ষমতাহীন মুখ্যমন্ত্রী ছিলাম: মমতা
May 25, 2019 17:26 (IST)
এখন পাকিস্তানকে শপথ গ্রহণে ডাকা হচ্ছে আর নির্বাচনের সময় সবাইকে পাকিস্তানের চর বলা হয়েছে: মমতা
May 25, 2019 17:26 (IST)
কেন্দ্রীয় বাহিনী এবং সরকারি আধিকারিকদের ব্যবহার করে টাকা ঢুকিয়ে দিতে পুলিশ আধিকারিকদের সরানো হয়ছে,: মমতা
May 25, 2019 17:23 (IST)
কংগ্রেস কখনও কখনও আত্নসমর্পন করে আমি করি না
May 25, 2019 17:23 (IST)
আমরা এখনও রাজ্যে সংখ্যা গোরিষ্ঠ দল তবু ভাঙচুর করেছে: মমতা
May 25, 2019 17:22 (IST)
হিন্দু মুসলমান ভোট ভাগাভাগি করে জিতেছে বিজেপি: মমতা
May 25, 2019 17:22 (IST)
মোদীজিকে অভিনন্দন জানালেন মমতা
May 25, 2019 17:21 (IST)
বাংলায় জরুরি অবস্থার পরিস্থিতি তৈরি করেছে
May 25, 2019 17:21 (IST)
নির্বাচন কমিশন বিজেপির হয়ে কাজ করেছে।
May 25, 2019 17:20 (IST)
সাম্প্রদায়িকতার বীজ ছড়িয়ে জিতেছে বিজেপি দাবি তৃণমূল নেত্রীর
May 25, 2019 17:18 (IST)
আমাদের ভোট চার শতাংশ বেড়েছে
May 25, 2019 17:18 (IST)
পাঁচ মাস আমাদের সরকারকে কাজ করতে দেওয়া হয়নি: মমতা
.