লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019) ‘অভূতপূর্ব জয়ে'র দিকে বিজেপির এগিয়ে যাওয়া দেখে বৃহস্পতিবার বর্ষীয়ান বিজেপি নেতা এলকে আদবানি (LK Advani) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) অভিনন্দন জানালেন। বিজেপি (BJP) সভাপতি অমিত শাহ (Amit Shah) যেভাবে দলের বার্তা প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে দেওয়া নিশ্চিত করেছেন, তারও প্রশংসা করেছেন তিনি। একটি বিবৃতিতে তিনি বলেন, ‘‘শ্রী নরেন্দ্র মোদীকে আন্তরিক অভিনন্দন নির্বাচনে বিজেপিকে অভূতপূর্ব জয়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। বিজেপির সভাপতি হিসেবে শ্রী অমিতভাই শাহ এবং দলের সমস্ত নিবেদিতপ্রাণ কর্মীদের ঐকান্তিক চেষ্টায় বিজেপির বার্তা দেশের প্রত্যেক ভোটারের কাছে পৌঁছনো নিশ্চিত হয়েছে।''
পরে তিনি আরও বলেন, ভারতের মতো একটা এত বড় ও বৈচিত্রময় দেশে যেভাবে নির্বাচনী প্রক্রিয়া সাফল্যের সঙ্গে সম্পন্ন হল তাতে তাঁর অত্যন্ত সুন্দর অনুভূতি হচ্ছে। তিনি ভোটার এবং নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে যুক্ত সমস্ত সংস্থার প্রশংসা করেন। প্রাক্তন উপ প্রধানমন্ত্রী পরে আরও বলেন, ‘‘আমাদের মহান দেশ যেন এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে যায়।''
রবিবার নির্বাচনের পরে প্রকাশিত এগজিট পোল জানিয়েছিল, বিজেপির নেতৃত্বাধীন এনডিএ ৫৪৩ লোকসভার আসনের মধ্যে ৩০০-রও বেশি আসন নিয়ে জয়ী হবে এবারের নির্বাচনে (Lok Sabha Election 2019)। বিরোধীরা অবশ্য সেই হিসেব মানতে চায়নি। অবশেষে দেখা যাচ্ছে, সেই ভবিষ্যদ্বাণী সত্যি হতে চলেছে। ৫৪৩টির মধ্যে ৫৪২টি লোকসভা আসনে এবারের নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সরকার গড়তে ২৭২টি আসন পেতে হবে সংশ্লিষ্ট দলকে।