সাময়িকভাবে বিজু জনতাদল এগিয়ে ন'টি লোকসভা কেন্দ্রে। আসকা লোকসভা কেন্দ্রে বিজেপির অনিতা শুভাদর্শিনীর থেকে ৮৫২ ভোটে এগিয়ে বিজেডির প্রমিলা বিসোয়ি।
বিজেডির প্রসন্ন আচার্য বারগর লোকসভা কেন্দ্রে ৩৫৮ ভোটে এগিয়ে রয়েছেন বিজেপির সুরেশ পূজারীর থেকে।
বলাঙ্গির লোকসভা কেন্দ্রে বিজেপিই সঙ্গীতা কুমারী সিং দেও ৭২৭ ভোটে এগিয়ে বিজেডির নারায়ান সিং দেওর থেকে।
ধেনকানাল কেন্দ্রে বিজেডির মহেশ সাহু ১৩৪৯ ভোটে এগিয়ে রয়েছে বিজেপির রুদ্র নারায়ন পেনির থেকে।
বিজেডির শর্মিষ্ঠা শেঠী জাজপুর সিটে ৫১৩ ভোটে এগিয়ে বিজেপির অমিয় কান্ত মল্লিকের থেকে। কালাহান্ডিতে এগিয়ে বিজেপির বসন্ত কুমার পাণ্ডা ১৯৫ ভোটে এগিয়ে বিডেজির পুষ্পেন্দ্র সিং দেওর থেকে।
কান্দামাল লোকসভা কেন্দ্রে ৭৫৬ ভোটে এগিয়ে বিজেডির অচ্যুতানন্দ সামন্ত বিজেপির খারাবেলা সোয়েনের থেকে। কেওনঝড়ে ৩২৯ ভোটে এগিয়ে বিজেডির চন্দ্রানী মূর্মূ। কোরাপুটে এগিয় বিজেডির কৌশল্যা হিকাকা। এখানেই একমাত্র লড়াই দিচ্ছেন কংগ্রেস প্রতিনিধি সপ্তগিড়িই শঙ্কর উলাকা।
নবরংপুরে বিজেডির রমেশ মাঝি এগিয়ে বিজেপির বলভদ্র মাঝির থেকে ১১৪ ভোটে। সম্বলপুরে বিজেডির নলিনী কান্ত প্রধান ৬৭৭ ভোটে এগিয়ে বিজেপির নীতিশ গঙ্গা দেবের থেকে।