This Article is From May 23, 2019

Election Results 2019: ত্রিপুরার দু’টি আসনেই জয়ের পথে বিজেপি

2019 Election Results: বর্তমান সাংসদ সিপিআই-এম প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত ও জিতেন্দ্র চৌধুরী, যাঁরা ২০১৪ নির্বাচনে যথাক্রমে ৫০৩,৪৮৬ ও ৪৮৪,৩৫৮ ভোটে জয়লাভ করেছিলেন তাঁরা এবার রয়েছেন তৃতীয় স্থানে

Election Results 2019: ত্রিপুরার দু’টি আসনেই জয়ের পথে বিজেপি

এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2019) ত্রিপুরার দু'টি আসনেই প্রথমবারের জন্য বড় ব্যবধানে জয় পেতে চলেছে বিজেপি। বৃহস্পতিবার নির্বাচন আধিকারিকদের তরফ থেকে এই খবর জানানো হয়েছে। ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিক কংগ্রেসের সুবল ভৌমিকের থেকে ১৩২,০০০ ভোটে এগিয়ে রয়েছেন। অন্যদিকে তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত ত্রিপুরা পূর্ব আসনে বিজেপির রেবতী ত্রিপুরা কংগ্রেস প্রতিদ্বন্দ্বীর থেকে ১২২,০০০ ভোটে এগিয়ে। বর্তমান সাংসদ সিপিআই-এম প্রার্থী শঙ্করপ্রসাদ দত্ত ও জিতেন্দ্র চৌধুরী, যাঁরা ২০১৪ নির্বাচনে যথাক্রমে ৫০৩,৪৮৬ ও ৪৮৪,৩৫৮ ভোটে জয়লাভ করেছিলেন তাঁরা এবার রয়েছেন তৃতীয় স্থানে। ২০১৪ লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে ৬ শতাংশ ভোট পেয়েছিল, সেখানে এবার তারা ৫০ শতাংশের চেয়েও বেশি ভোট পাবে বলে মনে করা হচ্ছে। ২০১৮ সালে গেরুয়া দলের সঙ্গে ইন্ডিজিনিয়াস পিপল'স ফ্রন্ট অফ ত্রিপুরার (IPFT) জোট ২০১৮ সালে বিধানসভা নির্বাচনে ক্ষমতায় এসেছিল ২৫ বছর ধরে ক্ষমতাসীন বাম দলগুলিকে বিপুল ব্যবধানে হারিয়ে। 
ত্রিপুরা পশ্চিম থেকে তেরো জন প্রার্থী, যাঁদের মধ্যে একজন মহিলা প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে। অন্যদিকে ত্রিপুরা পূর্ব থেকে নির্বাচনে দাঁড়িয়েছেন ১০ জন। এঁদের মধ্যে দু'জন মহিলা প্রার্থী। এই কেন্দ্রটি তফশিলি উপজাতিদের জন্য সংরক্ষিত। ১২ মে ১৬৭৯টি নির্বাচনী কেন্দ্রের ১৬৮টিতে পুনর্নির্বাচন হয়েছিল। কেননা ১১ এপ্রিল হওয়া প্রথম দফার ভোটে নির্বাচনী অসদাচরণের অভিযোগ উঠেছিল। ত্রিপুরা পূর্বের নির্বাচন হয়েছিল ২৩ এপ্রিল।

.