Lok Sabha Election Results 2019: মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার জানিয়ে দিল, তারা ভারতীয় নির্বাচনের সততা ও পরিচ্ছন্নতা সম্পর্কে আত্মবিশ্বাসী
ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্র বুধবার জানিয়ে দিল, তারা ভারতীয় নির্বাচনের (Lok Sabha Election 2019) সততা ও পরিচ্ছন্নতা সম্পর্কে আত্মবিশ্বাসী এবং যারাই জিতুক তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। যুক্তরাষ্ট্রের বিভাগীয় মুখপাত্র মর্গ্যান অর্টাগুস বলেন, ‘‘মার্কিন পরিপ্রেক্ষিত থেকে বলতে পারি, আমরা ভারতীয় নির্বাচনের সততা ও পরিচ্ছন্নতার ব্যাপারে অত্যন্ত আত্মবিশ্বাসী। এবং যাই ফল হোক বা যিনিই জিতুন তাঁর সঙ্গে অবশ্যই কাজ করব আমরা।'' ভারতের নির্বাচন কমিশনের শক্তিশালী স্বাধীন শংসাপত্রের কারণে অন্যান্য দেশের মতো আমেরিকাও ভারতে কোনও নির্বাচনী পর্যবেক্ষক পাঠায়নি।
Elections 2019: ‘‘ভয় পাবেন না'': বার্তা রাহুল গান্ধীর
মর্গ্যান বলছেন, ‘‘আমাদের অত্যন্ত মজবুত সম্পর্ক এবং ভারতীয় সরকারের সঙ্গে বহু ইস্যুতে আমরা সহযোগিতাপূর্ণ থেকেছি। এবং সচিব (যুক্তরাষ্ট্রের, মাইক পম্পেরো) বহুবার বলেছেন আমরা এক সত্যিকারের কৌশলগত সঙ্গী হিসেবে ভারতকে পেয়েছি। ''
Results 2019: সন্ত্রাসের সম্ভাবনা, গণনার আগে রাজ্যগুলিকে হুঁশিয়ারি কেন্দ্রের
কূটনীতিকরা ভারত ও তার জনতার প্রশংসা করেছেন এমন এক বিপুল কর্মকাণ্ডকে শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য। মর্গ্যান বলেছেন, ‘‘কেউ আমাকে জানিয়েছে ভারতের নির্বাচন প্রক্রিয়া মানব ইতিহাসে সবচেয়ে বড় গণতান্ত্রিক প্রক্রিয়া।'' তিনি আরও বলেন, ‘‘আমার মনে হয়, সারা পৃথিবীতে যা যা ঘটছে তা থেকে আমরা সামান্য বিরত থেকে ভারতীয় জনতা সম্পর্কে ভাবতে পারি ও তাদের প্রশংসা করতে পারি।''