This Article is From May 23, 2019

Election Results 2019: দাক্ষিণাত্যে মর্যাদা রক্ষার লড়াইয়ে এগিয়ে রাহুল গান্ধি

2019 Election Results; এই মুহূর্তে হেভিওয়েট কেন্দ্র ওয়ানাড়ে ৩৪,৯৮৯ ভোটে এগিয়ে আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি

Advertisement
অল ইন্ডিয়া

উত্তরাখণ্ডে ধাক্কা খেলেও দক্ষিণ ভারতে অনেকটাই এগিয়ে কংগ্রেস-ইউডিএফ জোট। নির্বাচন কমিশনের দেওয়া শেষ খবর অনুযায়ী কেরালার ২০টি লোকসভা কেন্দ্রেই আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছে এই জোট। প্রাথমিক গণনার পর এই মুহূর্তে হেভিওয়েট কেন্দ্র ওয়ানাড়ে ৩৪,৯৮৯ ভোটে এগিয়ে আছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধি। প্রসঙ্গত, এই কেন্দ্রে প্রথমবার প্রার্থী হিসেবে লড়ছেন তিনি। তাঁর বিরোধী প্রার্থী সিপিআইএমের পি.পি সুনীর। এই কেন্দ্রে পবিশাল ভোটের ব্যবধানে পিছিয়ে এনডিএ প্রার্থী তুষার ভেলাপাল্লি।

অন্যদিকে, তিরুবনন্তপুরমে এগিয়ে রয়েছেন সাংসদ শশী থারুর। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির কুম্মানম রাজশেখরনের থেকে এগিয়ে রয়েছেন ২,৪৫২ ভোটে। এরনাকুলাম কেন্দ্রেও আপাত এগিয়ে কংগ্রেস। এই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী হিবি এডেন নিকটতম বিরোধী প্রার্থী সিপিআইএমের পি রাজীবের থেকে ১৭,৭৪৪ ভোটে এগিয়ে। এখানে কেন্দ্রীয় মন্ত্রী আলফোনস কান্নামথানম আপাতত পেয়েছেন ১৩, ৪৪৩ ভোট।

মাভেলিক্কারা কেন্দ্রেও এগিয়ে কংগ্রেস নেতা কোডিকুন্নিল সুরেশ। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চিট্টায়াম গোপাকুমারের থেকে ১,৭১৯ ভোটে এগিয়ে রয়েছেন।

Advertisement

দেখুন ভিডিও:

  .  
Advertisement