উত্তরপ্রদেশে বিজেপির তেমন কোনও সমস্যা হল না।
হাইলাইটস
- উত্তরপ্রদেশে জোট বেঁধে ছিলেন অখিলেশ যাদব এবং মায়াবতী
- দেখা গেল বিজেপির তেমন কোনও সমস্যা হল না
- নিজেদের গড় টিকিয়ে রাখতে পারল বিজেপি
নিউ দিল্লি: উত্তরপ্রদেশে (Uttarpradesh) বিজেপিকে পরাজিত করতে জোট বেঁধে ছিলেন অখিলেশ যাদব (Akhilesh Yadav) এবং মায়াবতী (Mayawati)। দেশের সবচেয়ে বড় রাজ্যে বিজেপি বিরোধী জোট ভাল ফল করবে বলে মনে করেছিলেন অনেকেই। কিন্তু তা হল না। দেখা গেল বিজেপির তেমন কোনও সমস্যা হল না। ফলাফলের প্রথম কয়েক ঘণ্টার প্রবণতা থেকে মোটের উপর পরিষ্কার বিজেপি উত্তর প্রদেশ ৫০টির কাছাকাছি আসন পেতে চলেছে। মানে গতবার যত আসন হয়েছিল ততটা না হলেও মোটের ওপর ফল বেশ ভালই হচ্ছে বিজেপির। আর শুধু উত্তরপ্রদেশ নয় দেশের প্রায় সব জায়গাতেই বিজেপির ফল ভাল হয়েছে।
উত্তরপ্রদেশে বিজেপির দুই দিকপাল প্রার্থী মানেকা গান্ধী এবং সন্তোষ গাঙ্গোর এগিয়ে রয়েছেন। এগিয়ে রয়েছেন মানে কার পুত্র বরুণ গান্ধীও। এছাড়া এলাহাবাদ কেন্দ্র থেকে এগিয়ে আছেন রীতা বহুগুণা যোশি। রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব এবং তাঁর ছেলে অখিলেশ যাদব নিজেদের আসনে এগিয়ে রয়েছেন। মুলায়ম এগিয়ে আছেন মৈনপুরী আসন থেকে। অখিলেশ এগিয়ে আজমগড় আসন থেকে। কিন্তু মোটের ওপর বিজেপির উত্তরপ্রদেশে যথেষ্ট ভালো করছে। পরিস্থিতি যা তাতে পঞ্চাশের কাছাকাছি আসন আশা করতেই পারে পদ্ম শিবির। একই পরিমাণ আসনকে লক্ষ্য করে লড়াই করেছিল বিরোধী জোট। কিন্তু এখনও পর্যন্ত বিজেপিকে কোনও ভাবেই বেকায়দায় ফেলতে পারেননি। প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে এসে কংগ্রেস উত্তর প্রদেশের সংগঠন শক্তিশালী করার চেষ্টা করেছিল। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনও প্রভাব চোখে পড়ছে না। প্রিয়াঙ্কাকে পূর্ব উত্তর প্রদেশের দায়িত্ব দেওয়া হয়েছিল। সেখানেও বিজেপির ফল তেমন ভাল নয়। প্রত্যাশামতোই বারাণসী কেন্দ্র থেকে বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্লেষকরা মনে করছেন কংগ্রেসকে এই জোটে নেওয়া হয়নি বলে সামগ্রিকভাবে ফলাফলের উপর প্রভাব পড়েছে। বিরোধী ভোট ভাগ হয়ে থাকতে পারে এমন সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না ভোট বিশেষজ্ঞরা