Jharkhand Assembly Election Results 2019: ঝাড়খণ্ডের ৮১ আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব হয় পাঁচ দফায়
নয়াদিল্লি: ঝাড়খণ্ডে শাসক দল বিজেপির ক্ষমতা হারানোর সম্ভাবনা তৈরি হয়েছে। অন্তত গণনার এখনও পর্যন্ত যা ছবি, তা থেকে তেমনটাই মনে হচ্ছে। বিজেপি এগিয়ে ৪৪টি আসনে এদিকে কংগ্রেস-জেএমএম জোট এগিয়ে ২৬টি আসনে। এরই মধ্যে আগাম উদযাপন শুরু হয়ে গিয়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। বাজি ফাটানো ও মিষ্টি বিতরম শুরু করে দিয়েছে কংগ্রেস ও জেএমএম সমর্থক-কর্মীরা। তবে মুখ্যমন্ত্রী রঘুবর দাসের দাবি সরকার গড়বে বিজেপিই। তিনি বলেন, ‘‘এই মুহূর্তে কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া সম্ভব নয়, কেননা মাত্র ২ থেকে ৩ রাউন্ড ভোটগণনা হয়েছে। সব মিলিয়ে ১৭-১৮ রাউন্ড গণনা হবে। মার্জিন খুবই সামান্য... এতই সংকীর্ণ যে আপনারা এখন যা দেখছেন সেই লিড একেবারেই বদলে দিতে পারে। যারা উদযাপন করছে সেটা তাদের ব্যাপার। কেউ কাউকে উদযাপন করতে আটকাতে পারে না। আমরা আত্মবিশ্বাসী একবার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে আপনারা দেখতে পাবেন বিজেপিই সরকার গড়তে চলেছে। আমরা এ ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী।''
তিনটি বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস জোট জিততে পারে বিজেপি-অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের জোটের বিরুদ্ধে। ঝাড়খণ্ডের ৮১ আসনে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব হয় ৩০ নভেম্বর থেকে, মোট পাঁচ দফার ভোট হয় ২০ ডিসেম্বর পর্যন্ত। এবারের নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, তাঁর পূর্বসূরী হেমন্ত সোরেন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি সুদেশ মাহাতো এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারাণ্ডি।
বুথ ফেরত সমীক্ষায় কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট সুবিধাজনক জায়গায় থাকবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে, তাদের মধ্যে দুটি দল আবার জানিয়েছে, তারা একাই ৪১ আসন পাবে। কসিস নিউজ জানিয়েছে, ৩৭ থেকে ৪৯টি আসন পেয়ে জিতবে বিরোধী জোট, বিজেপি পেতে পারে ২৫ থেকে ৩০টি আসন। ইন্ডিয়া টুডে-এক্সিস মাই ইন্ডিয়ার এক্জিট পোল ইঙ্গিত দিয়েছে, কংগ্রেস-জেএমম-আরজেডি জোট পেতে পারে ৩৮ থেকে ৫০টি আসন, বিজেপি আটকে যেতে পারে ২২ থেকে ৩২টি আসনে।
এখানে দেখুন ভোট গণনার লাইভ আপডেট:
Jharkhand Election Results 2019:"ঝাড়খণ্ডের জনাদেশকে আমরা সম্মান করি" বললেন অমিত শাহ
""ঝাড়খণ্ডের জনাদেশকে আমরা সম্মান করি" বললেন অমিত শাহ
ঝাড়খণ্ডের ফলাফল দেখিয়ে দিয়েছে অবিজেপি দলগুলির সঙ্গে রয়েছে মানুষ: শরদ পাওয়ার
ঝাড়খণ্ডের ফলাফল দেখিয়ে দিয়েছে অবিজেপি দলগুলির সঙ্গে রয়েছে মানুষ, শরদ পাওয়ারকে উদ্ধৃত করে জানালেন শরদ পাওয়ার
#ResultsWithNDTV: ঝাড়খণ্ডের ফলাফল দেখুন
Jharkhand Election 2019: রঘুবর দাস বলেন, "আমি আশাবাদী যে, আমাদের পক্ষেই ফলাফল হবে। আমি চূড়ান্ত ফলের অপেক্ষায় রয়েছি"
Jharkhand Election Result: "হরিয়ানায় চাপে, মহারাষ্ট্রে প্রত্যাখ্যাত, ঝাড়খণ্ডে পরাজিত", ট্যুইট করলেন পি চিদাম্বরম
ঝাড়খণ্ডে জেএমম-কংগ্রেস জোট এগিয়ে থাকায় সংবিধানকে রক্ষা করতে সমস্ত অবিজেপি দলগুলিকে কংগ্রেসের নেতৃত্বে একত্রিত হওয়ার আহ্বান জানালেন কংগ্রেস নেতা পি চিদাম্বরম, খবর পিটিআই সূত্রে। ট্যুইটারে তিনি লেখেন, "হরিয়ানায় চাপে, মহারাষ্ট্রে প্রত্যাখ্যাত, ঝাড়খণ্ডে পরাজিত। ২০১৯-এ বিজেপির এই কাহিনি। সংবিধান রক্ষা করতে সমস্ত অবিজেপি দলের তাদের চোখ খোলা উচিত এবং কংগ্রেসের নেতৃত্বে একত্রিত হতে হবে", ট্যুইট করলেন পি চিদাম্বরম
Jharkhand Election Results: হেমন্ত সোরেনকে ট্যুইট করে অভিনন্দন জানালেনমমতা বন্দ্যোপাধ্যায়
Jharkhand Election Results:হেমন্ত সোরেনকে ট্যুইট করে অভিনন্দন জানালেন তেজপ্রতাপ যাদব
তেজপ্রতাপ যাদব ট্যুইট করেন, "বিজেপির অহংকার চূর্ণ করার জন্য ঝাড়খণ্ডের সমস্ত ভোটারকে ধন্যবাদ। মহাজোটের সমস্ত জয়ী প্রার্থীদেরও অভিন্দন। হেমন্ত সোরেনের নেতৃত্বে এবার উন্নয়নের পথে এগিয়ে যাবে ঝাড়খণ্ড"
ঝাড়খণ্ডে লক্ষ্য থেকে কিছুটা দূরে কংগ্রেস-জেএমএম জোট
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনে লক্ষ্য থেকে কিছুদূরে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা এবং কংগ্রেস জোট। সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগণনা। ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা ৪১। বিজেপির পক্ষে তা গুরুত্বপূর্ণ। এর আগে রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ে পরাজয় হয়েছে গেরুয়া শিবিরের। লোকসভা নির্বাচনে ব্যাপক জয় হলেও পরে, মহারাষ্ট্র কাঁটা ফুটেছে পদ্মফুলে, ক্ষমতা ভাগাভাগি নিয়ে শিবসেনার সঙ্গে মতানৈক্যের জেরে সেখানে সরকার গড়তে পারেনি তারা। ৩০ নভেম্বর থেকে ঝাড়খণ্ডে পাঁচ দফায় ভোটগ্রহণ হয়। লোকসভা ভোটে ঝাড়খণ্ডের ১৪ আসনের মধ্যে ১১টিতে জেতে বিজেপি।
বাবা শিবু সোরেনের সঙ্গে দেখা করে তাঁর আশীর্বাদ নিলেন জেএমএম নেতা হেমন্ত সোরেন। ভোটগণনায় এখনও পর্যন্ত বিজেপির থেকে এগিয়ে কংগ্রেস-জেএমএম জোট।
Jharkhand Election Results: অন্য দলের সঙ্গে জোট গড়ার ব্যাপারে চূড়ান্ত ফলপ্রকাশ পর্যন্ত অপেক্ষা করতে হবে
কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন মুণ্ডা বললেন, প্রয়োজন পড়লে দল সিদ্ধান্ত নেবে এজেএসইউ ও জেভিএম-এর সমর্থন নেবে কিনা। সংবাদ সংস্থা এএনআইকে তিনি বলেন, ''চূড়াম্ত ফলাফল পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। কেননা এটা এখনও ট্রেন্ড মাত্র এবং বিজেপি খুব কড়া প্রতিদ্বন্দ্বিতা করছে বিরোধীদের সঙ্গে। যাই হোক, প্রয়োজন পড়লে দল সিদ্ধান্ত নেবে জেভিএম ও এজেএসইউয়ের সমর্থন নেবে কিনা।'' তিনি আরও বলেন, ''আমরা বিধানসভা নির্বাচনে একাই লড়ছি। এজেসিইউ আমাদের সঙ্গে নেই। কিন্তু দলের প্রবণতা জোটসঙ্গীদের একসঙ্গে রাখা। যদি আমরা সংখ্যাগরিষ্ঠতাও পাই, আমরা আমাদের জোটসঙ্গীদের একসঙ্গে নিতে পারি। দল সময়মতো সিদ্ধান্ত নেবে।''
শিবসেনা নেতা সঞ্জয় রাউত জানালেন,''নতুন আইনের পর দেশে তৈরি হওয়া পরিস্থিতি বিজেপির জন্য লাভজনক হয়নি। এবং বিজেপি মহারাষ্ট্রের পর আরও একটি রাজ্যে ক্ষমতা হারাল।''
জেএমএম-কংগ্রেস-আরজেডি জোট ৪৩ আসনে এগিয়ে রয়েছে। এর মধ্যে জেএমএম এগিয়ে ২৭টি আসনে। কংগ্রেস এগিয়ে ১২টি আসনে। আরজেডি চারটি আসনে এগিয়ে রয়েছে।
এবারের নির্বাচনে নজরকাড়া প্রার্থীদের মধ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী রঘুবর দাস, তাঁর পূর্বসূরি হেমন্ত সোরেন, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের সভাপতি সুদেশ মাহাতো এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্ডি।
Jharkhand Election Results: বারহাইত ও দুমকায় এগিয়ে হেমন্ত সোরেন
তিনবারের মুখ্যমন্ত্রী শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন প্রথমে দুমকায় পিছিয়ে পড়লেও পরে তিনি লিড নেন। বিজেপি নেতা লুইস মারান্ডির সঙ্গে তাঁর তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে।
Jharkhand Election Results: বারহাইত ও দুমকায় এগিয়ে হেমন্ত সোরেন
তিনবারের মুখ্যমন্ত্রী শিবু সোরেনের পুত্র হেমন্ত সোরেন প্রথমে দুমকায় পিছিয়ে পড়লেও পরে তিনি লিড নেন। বিজেপি নেতা লুইস মারান্ডির সঙ্গে তাঁর তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে।
যে হেভিওয়েট বিজেপি নেতারা তাঁদের কেন্দ্রে এগিয়ে রয়েছেন
কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ জানাচ্ছেন, ''হরিয়ানা ও মহারাষ্ট্রের মতো ঝাড়খণ্ডের মানুষও বিজেপি শিক্ষা দেবেন।''
নির্বাচনের ফলাফলের যে প্রবণতা, তা দেখে উল্লসিত এক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তথা জেএমএম কর্মী মেতেছেন আনন্দ উদযাপনে। ২০১৯ লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিপুল জয় পাওয়ার পর বিজেপি শাসিত তৃতীয় রাজ্য হিসেবে নির্বাচন হচ্ছে ঝাড়খণ্ডে। এর আঘে হরিয়ানা ও মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচন হয়েছে। যা মনে হচ্ছে, বিজেপির পক্ষে এই রাজ্যে ক্ষমতা ধরে রাখা কঠিন। এর আগে মহারাষ্ট্রে দীর্ঘদিনের জোটসঙ্গী শিবসেনার সঙ্গে বিচ্ছেদের ফলে সেখানেও সরকার গড়তে শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে বিজেপি।
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের কর্মীরা রাঁচিতে ভোটগণনা চলাকালীন মেতে উঠেছেন আগাম জয়ের আনন্দে।
''ঝাড়খণ্ড নির্বাচনে এনআরসি কোনও ইস্যু ছিল না'', জানালেন বিজেপি নেতা
বিজেপির জাতীয় মুখপাত্র সুদেশ ভার্মা NDTV-কে জানিয়েছেন, ''ঝাড়খণ্ডে ফলাফল বিজেপির প্রত্যাশামতো নয়। এর থেকে বোঝা যাচ্ছে, বিজেপি মানুষকে উন্নয়ন বিষয়ে সন্তুষ্ট করতে পারেনি। কিন্তু এনআরসি কোনও নির্বাচনি ইস্যু ছিল না ঝাড়খণ্ডের নির্বাচনে।''
বাবুলাল মারান্ডি ও সুদেশ মাহাতো ঝাড়খণ্ড নির্বাচনে তুরুপের তাস হতে পারেন
জানা যাচ্ছে, শাসক দল বিজেপি এরই মধ্যে যোগাযোগ করেছে এজেএসইউ-এর সুদেশ মাহাতো ও জেভিএম দলের বাবুলাল মারান্ডিকে। মনে করা হচ্ছে এঁরাই এই নির্বাচনের তুরুপের তাস হয়ে উঠতে চলেছেন। ২০১৪ নির্বাচনে এজেএসইউ ও বিজেপি জোট বেঁধে নির্বাচনে লড়েছিল। সেই জোট এবারের নির্বাচনের আগে ভেঙে গিয়েছে। এজেএসইউ একাই লড়েছে। কিন্তু বিজেপি নেতারা আত্মবিশ্বাসের সঙ্গে জানিয়েছেন, প্রয়োজন পড়লে এজেএসইউ তাদের প্রাক্তন জোটসঙ্গীকে সমর্থন দেবে। এদিকে এও শোনা গিয়েছে, বিজেপি বাবুলাল মারান্ডির ঘনিষ্ঠ এক সূত্রের সঙ্গে যোগাযোগ রাখতে শুরু করেছে। তবে বিজেপি এটা জানে বাবুলাল জেএমএমকে নিয়ে স্বচ্ছন্দ নয়।
আজ সকাল আটটা থেকে শুরু হয়েছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ২৪টি সদর দফতরে ৮১টি কেন্দ্রের ভোটগণনা চলছে।
বর্ষীয়ান সাংবাদিক নলিনী সিংহ NDTV-কে বললেন, ''উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও ত্রিপুরা বাদ দিলে বিজেপি কোনও রাজ্যেই সংখ্যাগরিষ্ঠতা পায়নি। এটা বিজেপিও মেনে নেবে।''
ঝাড়খণ্ডে কংগ্রেসের মুখ্য দায়িত্বপ্রাপ্ত আরপিএন সিংহ জানালেন, ''ঝাড়খণ্ড আমাদের জোটকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা দেবে।''
ঝাড়খণ্ড যুব কংগ্রেস সভাপতি প্রিন্স জানাচ্ছেন, ''হেমন্ত সোরেন আমাদের মুখ্যমন্ত্রী হবেন কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটের সরকারে। খুব দ্রুত আপনারা দেখতে পাবেন রঘুবর দাস ছত্তিশগড়ে চলে যাবেন এবং একজন ঝাড়খণ্ডী আমাদের মুখ্যমন্ত্রী হবেন। রঘুবর দাসের আগে আমরা এমন রূঢ় ও উদ্ধত মুখ্যমন্ত্রী দেখিনি। আমরা খুশি আমরা রাজ্যের প্রধান হিসেবে একজন উপজাতির লোককে পাব। রঘুবর দাস যেভাবে উপজাতি, অঙ্গনওয়ারি কর্মী, কৃষকদের নিয়ে কথা কথা বলেছেন তা লজ্জাজনক। যেভাবে তিনি গণপিটুনির ঘটনাগুলি এড়িয়ে গিয়েছেন সেটাও লজ্জাজনক।''
''সরকার বিজেপিই গড়বে, আমরা আত্মবিশ্বাসী'': ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস
মুখ্যমন্ত্রী রঘুবর দাস বললেন, ''এই মুহূর্তে কোনও স্পষ্ট বিবৃতি দেওয়া সম্ভব নয়, কেননা মাত্র ২ থেকে ৩ রাউন্ড ভোটগণনা হয়েছে। সব মিলিয়ে ১৭-১৮ রাউন্ড গণনা হবে। মার্জিন খুবই সামান্য... এতই সংকীর্ণ যে আপনারা এখন যা দেখছেন সেই লিড একেবারেই বদলে যেতে পারে। যারা উদযাপন করছে সেটা তাদের ব্যাপার। কেউ কাউকে উদযাপন করতে আটকাতে পারে না। আমরা আত্মবিশ্বাসী একবার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে আপনারা দেখতে পাবেন বিজেপিই সরকার গড়তে চলেছে। আমরা এ ব্যাপারে প্রবল আত্মবিশ্বাসী।''
''ওঁর কঠোর শ্রম মূল্য পেয়েছে'': কংগ্রেস-জেএমএম জোট এগিয়ে থাকার পর জেএমএম প্রধান হেমন্ত সোরেনের বাড়ির বাইরে জড়ো হয়েছেন সমর্থকরা
কংগ্রেস নেতা সুবোধকান্ত সহায় বললেন, ''প্রচারের শুরু থেকে আমরা জানতাম জনাদেশ এবার আমাদের পক্ষেই থাকবে।''
Jharkhand Election Results: হেভিওয়েট প্রার্থীরা কে এগিয়ে কে পিছিয়ে?
কংগ্রেসের মুখপাত্র প্রণব ঝা জানিয়েছেন, ''মানুষ পরিবর্তনের জন্য ভোট দিয়েছে। তারা বেকারত্ব ও মন্দার হাত থেকে রেহাই পেতে চায়। আমরা আত্মবিশ্বাসী।''
জেএমএম-কংগ্রেস জোট সংখ্যাগরিষ্ঠতার অঙ্ক পেরিয়েছে। এখনও পর্যন্ত ফলাফলের গতিপ্রকৃতি দেখে মনে করা হচ্ছে বিজেপিকে হারিয়ে তারাই ক্ষমতায় আসতে চলেছে। এই পরিস্থিতিতে ঝাড়খণ্ডে কংগ্রেসের দফতরে পৌঁছে গিয়েছে লাড্ডু।
আরজেডি'র তেজস্বী যাদব জানালেন, মহাজোট এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে। তিনি জানিয়েছেন, ''আমরা এই লড়াই লড়েছি হেমন্ত সোরেনের নেতৃত্বে। উনিই আমাদের মুখ্যমন্ত্রী হতে চলেছেন।''
'
'ফলাফল প্রত্যাশামতো হয়নি, জনাদেশকে মেনে নিতে হবে'': বাবুলাল মারান্ডি
ধানওয়ারে জেভিএম(পি)'র প্রার্থী বাবুলাল মারান্ডি জানালেন, ''আমাদের প্রত্যাশামতো ফলাফল হয়নি। জনাদেশকে আমাদের মেনে নিতে হবে। জনাদেশ আমাদের যে ভূমিকা দেবে আমরা সেটা পালন করব। ফলাফল আসতে দিন। এরপর আমরা একসঙ্গে বসে সিদ্ধান্ত নেব কী করতে হবে।''
ঝাড়খণ্ড মুক্তি মোর্চা তথা জেএমএম ও কংগ্রেস জোট শাসক বিজেপির থেকে এগিয়ে গিয়েছে। এই মুহূর্তে বিজেপি ৩২, জেএমএম ও কংগ্রেস জোট ৩৯ আসনে এগিয়ে। সংখ্যাগরিষ্ঠতার আসন হল ৪১। তিনটি এগজিট পোলে জেএমএম ও কংগ্রেস জোটের জয়ের কথাই বলা হয়েছে। গত ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি পর্যায়ে ভোট সম্পন্ন হয়। সকাল ৮টায় ২৪টি জেলা সদর দফতরে কড়া প্রহরার মধ্যে গণনা শুরু হয়েছে। তিনটি বুথ ফেরত সমীক্ষায় দেখানো হয়েছে, ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, রাষ্ট্রীয় জনতা দল এবং কংগ্রেস জোট জিততে পারে বিজেপি-অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়নের জোটের বিরুদ্ধে। ২০১৯ লোকসভায় বিজেপি ১৪টি আসনের মধ্যে ১১টিতেই জয়ী হয়েছিল।
কংগ্রেসের রামেশ্বর ওঁরাও এগিয়ে লোহারডাঙা কেন্দ্রে।
জামশেদপুর কেন্দ্রে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস কংগ্রেসের গৌরব বল্লভের থেকে এগিয়ে।
রাঁচির বিজেপি সাংসদ সঞ্জয় শেঠ NDTV-কে জানালেন, ''আজ সন্ধ্যায় হোলি ও দীপাবলি একসঙ্গে পালিত হবে বিজেপি অফিসে। জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।''
বিজেপির জাতীয় মুখপাত্র বিজয় সোনকার শাস্ত্রী NDTV-কে জানালেন, ''আমরা আমাদের প্রতিশ্রুতি রেখেছি। আমাদের কর্মসূচি ও উদ্যোগ প্রভাব বিস্তার করতে পারবে, সে বিষয়ে আমরা আত্মবিশ্বাসী।''
''আমাদের জোট পাবে ৪৮-৫০ আসন'': জেএমএম
জেএমএম মুখপাত্র NDTV-কে জানালেন, ''বিজেপি ও এজেএসইউ আলাদা লড়ছে। কিন্তু ওরা একই। কোনও পয়েন্টে এসে এক হয়ে যাবে। তবুও আমরা আত্মবিশ্বাসী যে এজেএসইউ তত আসন পাবে না যতটা লিড দেখে মনে হচ্ছে। ফলাফলের জন্য অপেক্ষা করুন। আপনারা দেখতে পাবেন কংগ্রেসও জেএমএম জোট ৪৮-৫০টি আসন পাবে। পূর্ণ সংখ্যাগরিষ্ঠতার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।''
Jharkhand Election Results: ''এজেএসইউ অযৌক্তিক দাবি করছিল'', বিজেপির বিবেক রেড্ডি জানালেন
বিজেপিকে একাই লড়তে হয়েছে ঝাড়খণ্ড নির্বাচনে। কারণ, অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন (এজেএসইউ) অযৌক্তিক দাবি করছিল। আজ একথা জানালেন বিজেপি নেতা বিবেক রেড্ডি। তাঁর দাবি। দিনের শেষে ফল ঘোষণার পর তাঁদের দলই উদযাপন করবে।
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৭টি আসনে জয়ী হয়। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন পেয়েছিল পাঁচটি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ছ'টি আসন।
''আমরাই ঝাড়খণ্ডে সরকার গড়তে চলেছি'': বিজেপি নেতা
ভোটগণনায় এই মুহূর্তে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ছবি ফুটে উঠেছে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ফলাফলে। এই পরিস্থিতিতে বিজেপির দাবি, তারাই সরকার গড়বে। বিজেপির মুখপাত্র আজ জানিয়ে দিলেন, তাঁদের দলই ঝাড়খণ্ডে সরকার গড়তে চলেছে।
Jharkhand Election Results 2019: চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বিজেপি ও কংগ্রেস-জেএমএম জোট উভয়ই এগিয়ে ৩৩ আসনে।
জামশেদপুর পূর্ব কেন্দ্রে এগিয়ে রঘুবর দাস
১৯৯৫ সাল থেকে রঘুবর দাস এই আসনে জয়ী হচ্ছেন। এবার তাঁর প্রতিদ্বন্দ্বী প্রাক্তন মন্ত্রিসভা সতীর্থ সরযূ রাই।
LIVE Election Result News: দেখুন হেভিওয়েট প্রার্থীদের মধ্যে কারা এগিয়ে কারা পিছিয়ে
হেমন্ত সোরেন এগিয়ে রয়েছেন দুমকা ও বারহাইতে। বারহাইতে তাঁকে কড়া প্রতিদ্বন্দ্বিতায় ফেলেছেন বিজেপি প্রার্থী মহিলা ও শিশু কল্যাণ মন্ত্রী লুইস মারান্ডি। তিনি ২০১৪ নির্বাচনে রাজমহল কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন।
Election Results 2019: পোস্টার ব্যালটের গণনা প্রথমে শুরু হয়েছে। ৮.৩০টা থেকে শুরু ইভিএম গণনা।
Election Results 2019: সমানে সমানে টক্কর। বিজেপি এগিয়ে ২৫টি আসনে। কংগ্রেস-জেএমএম জোট ২৭টিতে।
এই পোস্টার দেখা গিয়েছে রাঁচিতে। জোট সরকারের দাবি করা হয়েছে এই পোস্টারে।
Election Results 2019: প্রাথমিক ভাবে এগিয়ে যাওয়ার পর পিছিয়ে পড়েছে বিজেপি। এখনও পর্যন্ত বিজেপি এগিয়ে ২০টি আসনে। কংগ্রেস-জেএমএম জোট এগিয়ে ২৭টি আসনে।
Election Results 2019: প্রাথমিক পর্যায়ে বিজেপি কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটের থেকে এগিয়ে
Election Results 2019: ২০১৪ সালে বিজেপি জিতেছিল ৩৭টি আসনে
২০১৪ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ৩৭টি আসনে জয়ী হয়। অল ঝাড়খণ্ড স্টুডেন্টস ইউনিয়ন পেয়েছিল পাঁচটি আসন। কংগ্রেস পেয়েছিল মাত্র ছ'টি আসন।
Election Results 2019: এগজিট পোলের হিসেবে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোট জয়ী হবে
এগজিট পোলগুলির হিসেবে কংগ্রেস-জেএমএম-আরজেডি জোটের জেতার সম্ভাবনাই বেশি। দু'টি হিসেব তো বলছে এরা একাই ৪১ আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে দেবে।
সতর্কতা: এগজিট পোলের হিসেব সবসময় ঠিক হয় না।
রাঁচির একটি গণনাকেন্দ্রের দৃশ্য
Election Results 2019: ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ৮১ আসনের ফলাফল প্রকাশ আজ
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে ৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের গণনা। গত ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচটি পর্যায়ে ভোট সম্পন্ন হয়। সকাল ৮টায় ২৪টি জেলা সদর দফতরে কড়া প্রহরার মধ্যে গণনা শুরু হচ্ছে। এবছর হরিয়ানা ও মহারাষ্ট্রের পর ঝাড়খণ্ড তৃতীয় বিজেপি শাসিত রাজ্য, যেখানে বিধানসভা নির্বাচন হল। এখানে বিজেপি ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চার নেতৃত্বাধীন জোটের থেকে এগিয়ে রয়েছে। ওই জোটের মধ্যে রয়েছে কংগ্রেস ও আরজেডি।
এই নির্বাচনের সর্বাধিক নজরকাড়া প্রার্থীরা হলেন- মুখ্যমন্ত্রী রঘুবর দাস, তাঁর পূর্বসূরি হেমন্ত সোরেন, অল ঝাড়খণ্ড ছাত্র ইউনিয়নের সভাপতি সুদেশ মাহাতো এবং ঝাড়খণ্ড বিকাশ মোর্চার বাবুলাল মারান্দি।
Jharkhand Results 2019: সকাল ৮ থেকে শুরু হবে ভোট গণনা
সকাল ৮ টা থেকে কড়া নিরাপত্তার মধ্যে ২৪ জেলা সদরে শুরু হবে ভোট গণনা, বিকেলের মধ্যে সমস্ত ফলাফল জানা যাবে বলে আশা করা যাচ্ছে।
ঝাড়খণ্ড বিধানসভা কেন্দ্রের ৮১ টি আসনের ভোট গণনা আজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। এই রাজ্যে ৩০ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত পাঁচ দফায় ভোটগ্রহণ পর্ব চলেছিল। কড়া নিরাপত্তার মধ্যে ২৪ জেলা সদরে সকাল ৮ টায় ভোট গণনা শুরু হবে। হরিয়ানা ও মহারাষ্ট্রের পরে তৃতীয় বিজেপি শাসিত রাজ্য হল ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডে, ভারতীয় জনতা পার্টি-র বিপক্ষে রয়েছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (JMM), তার সাথে আছে কংগ্রেস এবং রাষ্ট্রীয় জনতা দল (RJD)।