Read in English
This Article is From May 23, 2019

Election results 2019 Live Updates: বিজেপির জয়, “সমৃদ্ধ ভারত’-র প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী মোদীর

Election results 2019 Live Updates: দেশের প্রায় সমস্ত নিউজ চ্যানেল নিজেদের মতো করে সমীক্ষক সংস্থার সাহায্য নিয়ে ফলাফল কী হতে পারে তার ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছে

Advertisement
অল ইন্ডিয়া
নিউ দিল্লি:

লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু সকাল ৮টায়।৫৪২ আসনে এবার প্রতিদ্বন্দ্বীতা করেন ৮,০০০ প্রার্থী। এবারই প্রথম  লোকসভা নির্বাচনে ইভিএমের সঙ্গে যোগ করা হয়েছে ভিভিপ্যাট পেপার ট্রায়াল মেশিন। এগজিট পোলের ইঙ্গিত, ২০১৪ এর মতোই আসনে জিততে চলেছে বিজেপি এবং অনায়সে সরকার গড়তে চলছে তারা। এগজিট পোলের এগ্রিগেটর পোল অফ পোলসের ইঙ্গিত, ৫৪৩  আসনের মধ্যে ৩০২ টি আসন পেতে পারে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। কংগ্রেস এবং তাদের জোট পেতে পারে ১২২টি। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদলগুলির মধ্যে ব্যাপক বাক্য বিনিময় এবং জোরদার প্রচার চলেছে বিজেপি। নরেন্দ্র মোদীর শক্তিশালী নেতৃত্ব তুলে ধরতে বালাকোট বিমান হানার কথা তুলে ধরেছে বিজেপি। জাতীয়তাবাদের ব্যাপক প্রচার চলেছে। অর্থনীতি, কৃষি এবং চাকরির নিয়ে প্রচার চালিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

নজরকাড়া প্রার্থীদের মধ্যে বারণসী কেন্দ্রের প্রার্থী নরেন্দ্র মোদী এবং আমেঠি ও কেরলের ওয়ানাদের প্রার্থী রাহুল গান্ধী। এই প্রথমবার একের বেশী আসনে প্রতিদ্বন্দ্বীতা করছেন রাহুল গান্ধী। এবারের নির্বাচনে ৯০.৯৯ কোটি ভোটারের মধ্যে ৬৭.১১ শতাংশ ভোটদান করেন।

চার  রাজ্যে বিধানসভা নির্বাচনেরও গণনা হবে। তাদের মধ্যে রয়েছে অন্ধ্রপ্রদেশ, ওড়িশা., অরুণাচল প্রদেশ, সিকিম। লোকসভার সঙ্গে সঙ্গেই এই জায়গাগুলিতে নির্বাচন হয়।

May 23, 2019 18:20 (IST)

Election Results:  à¦à¦•à¦‡ সময়ে ভোপালে প্রতিদ্বন্দ্বীরা

 

গণনা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রজ্ঞা ঠাকুর এবং কংগ্রেস প্রার্থী দিগ্বিজয় সিং

May 23, 2019 18:18 (IST)

সংবাদমাধ্যমের মুখোমুখি রাহুল গান্ধী

রাহুল গান্ধী: যারা কংগ্রেসের মতাদর্শে বিশ্বাসী তাঁদের বলব, "ভয় পাবেন না"

May 23, 2019 17:24 (IST)

Lok Sabha Election Results 2019: প্রধানমন্ত্রী মোদীকে শুভেচ্ছা জানালেন ইমরান খান

জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানালেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান

May 23, 2019 17:24 (IST)

সাংবাদিক সম্মেলন এড়াতে পারেন রাহুল গান্ধী

 

সন্ধ্যা ৫.৩০টায় সাংবাদিক সম্মলেন এড়াতে পারেন রাহুল গান্ধী।

May 23, 2019 16:55 (IST)

Results 2019: "কী হয়েছে, তা নিয়ে বিবেচনা করার জন্য আমাদের কিছুটা সময় লাগবে", বললন শশী তারুর।

কংগ্রেসের খারাপ ফল  নিয়ে NDTV কে প্রতিক্রিয়া শশী তারুরের।

 "আমি দেখতে পারছি না ...আমরা আরও বেশী সংখ্যক আসন পাওয়ায় আত্মবিশ্বাসী ছিলাম। আমাদের অনেকেই হতচকিত। কী হয়েছে, তা নিয়ে বিবেচনা করার জন্য আমাদের কিছুটা সময় লাগবে, আমাদের কী ভুল ছিল, এবং বিজেপি কী ঠিক করেছে"।

Advertisement
May 23, 2019 16:48 (IST)

 Election Results 2019: আপের অতিশি ও কংগ্রেসের অরবিন্দ সিং লাভলিকে কটাক্ষ  গৌতম গম্ভীরের

পূর্ব দিল্লিতে এগিয়ে গৌতম গম্ভীর। "না এটা 'লাভলি' কভার ড্রাইভ, না 'অতিশি' বোলিং, এটা শুধুমাত্র বিজেপির গম্ভীরের মতাদর্শ, যাকে মানুষ সমর্থন করেছে"।

May 23, 2019 16:22 (IST)

General Election Results 2019 : নভোজ্যৎ সিং সিধুকে দায়ী করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী

দলের নেতা নভোজ্যৎ সিং সিধুকে দায়ী করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তিনি বলেন, "ভারতীয়রা বিশেষ করে চাকরিরতরা পাকিস্তানী সেনাপ্রধানের সঙ্গে কোলাকুলি সহ্য করবেন না"।

May 23, 2019 16:21 (IST)
May 23, 2019 16:17 (IST)
May 23, 2019 16:16 (IST)

Lok Sabha Poll Results 2019:  নীতিন গড়করি বলেন, "মানুষ যা চেয়েছে, তাই চূড়ান্ত"

"মানুষ যা চেয়েছে, তাই চূড়ান্ত"।সেটাই গণতন্ত্র।

এতে আমরা সন্তুষ্ট, এবং আমি শুধুমাত্র বলতে পারি, সবাইকে বিনয়ের সঙ্গে এটা গ্রহণ করা উচিত।

May 23, 2019 16:04 (IST)

Results 2019: বিজেপি সদর দফতরে অমিত শাহকে অভিনন্দন জানানো হল

বিজেপি সদর দফতরে পুষ্পবৃষ্টিতে বিজেপি সভাপতি অমিত শাহকে অভিনন্দন জানালেন সমর্থকরা।

May 23, 2019 16:00 (IST)

Election Results 2019: ফ্লপ চৌকিদার চোর স্লোগান, চাপে গান্ধী

May 23, 2019 15:59 (IST)

Election Results 2019: বারাণসীতে এগিয়ে প্রধানমন্ত্রী মোদী

বারাণসীতে এগিয়ে নরেন্দ্র মোদী

May 23, 2019 15:18 (IST)

Lok Sabha Election Results 2019: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানালেন ভ্লাদিমির পুতিন।

May 23, 2019 15:16 (IST)

Elections 2019: এগিয়ে সানি দেওল, হেমা মালিনি।হেমা মালিনির স্বামী এবং সানি দেওলের বাবা ধর্মেন্দ্র  à¦¤à¦¾à¦à¦¦à§‡à¦° সমর্থনে প্রচার করেন।

May 23, 2019 15:13 (IST)

Lok Sabha Election Results 2019: প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানালেন বিশ্বের নেতারা

চিনের প্রেসিডেন্ট শি জিনপিং "তাঁর  নেতৃত্বে ভোটে জয়ের জন্য অভিনন্দন জানান"।

বেঞ্জামিন নেথানিউ স্বাগত জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মৈথিলিপালা সিরিসেনা, প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঙ্ঘে, বিরোধী দলনেতা মহেন্দ্র রাজাপক্ষে।

 

May 23, 2019 14:53 (IST)

General Election Results 2019 - PM Modi Tweets: সবকা সাথ, সবকা বিকাশ।

প্রধানমন্ত্রী ট্যুইট করেন, "সবকা সাথ, সবকা বিকাশ, আমরা সবাইকে নিয়ে সবার উন্নয়ন করেছি।সবাইকে নিয়ে আমাদের শ্রীবৃ্দ্ধি হয়েছে। আমরা সবাইকে নিয়ে শক্তিশালী এবং মজুবত ভারত তৈরি করব। আবারও ভারতের জয়"।

May 23, 2019 14:47 (IST)

 

"ভারতের জয়", ট্যুইট অমিত শাহের

বিজেপি সভাপতি ট্যুইট করেন, "এই জয় ভারতের জয়। এই জয় যুবকদের আশা, গরীব, কৃষকদের। এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়নের, এবং তাঁর প্রতি মানুষের বিশ্বাসের। কোটি কোটি বিজেপি কর্মীদের তরফে আমি নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানাচ্ছি"।

May 23, 2019 14:44 (IST)
May 23, 2019 14:34 (IST)

Election Results 2019: তৃণমূল নেতা চন্দন মিত্র বললেন, বাংলায় "সরকার গড়ার অপেক্ষায়"বিজেপি





Advertisement