This Article is From May 23, 2019

2019 Election Results: বিজেপি-শিবসেনা জুটির জয়জয়কার, মুম্বইয়ে সবকটি আসনেই এগিয়ে জোট

2019 Election Results: বাণিজ্য নগরীর মানুষ পছন্দ করেছেন বিজেপি-শিবসেনা জোটকেই। কেননা মুম্বইয়ের ৬টি আসনেই শেষ পাওয়া খবর অনুযায়ী এগিয়ে রয়েছে বিজেপি-শিবসেনা জোটই।

2019 Election Results: বিজেপি-শিবসেনা জুটির জয়জয়কার, মুম্বইয়ে সবকটি আসনেই এগিয়ে জোট

২০১৯-এর লোকসভা নির্বাচনে (2019 Election Results) মুম্বইয়ের ৬টি আসনেই এগিয়ে বিজেপি-শিবসেনা জোট (BJP-SHIVSENA)। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোটগণনায় দেখা যাচ্ছে, বাণিজ্য নগরীর মানুষ পছন্দ করেছেন বিজেপি-শিবসেনা জোটকেই। কেননা মুম্বইয়ের ৬টি আসনেই শেষ পাওয়া খবর অনুযায়ী এগিয়ে রয়েছে বিজেপি-শিবসেনা জোটই। দুই দলই ৩-৩ আসনে এগিয়ে রয়েছে। বৃহস্পতিবার লোকসভা নির্বাচনের ভোটগণনা শুরু হওয়ার পর থেকেই দেখা যায় দেশের অধিকাংশ জায়গাতেই ভোটারদের পছন্দ গেছে বিজেপির অনুকূলে। অন্যথা হয় নি মুম্বইয়েও । লোকসভা নির্বাচনের ঠিক আগে আগেই নিজেদের পুরোনো জোটসঙ্গী শিবসেনার সঙ্গে বৈঠক করেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। শিবসেনা-বিজেপির সেই পারস্পরিক বোঝাপড়ার ছবিরই প্রতিফলন দেখা যাচ্ছে ভোট বাক্সে। মুম্বইয়ে বিরোধীদের অনেকটা পেছনে ফেলে এগিয়ে রয়েছে বিজেপি-শিবসেনা জোট।

মুম্বই দক্ষিণ লোকসভা আসনে শিবসেনা প্রার্থী অরবিন্দ গজপত্ সাওয়ান্ত প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থী মুরলী দেওরার থেকে ৪৭,২৫৯ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন।
লোকসভা নির্বাচনের ভোটগণনায় (2019 Election Results)মুম্বই উত্তর লোকসভা আসনে বিজেপির গোপাল শেট্টি কংগ্রেস প্রার্থী তথা অভিনেত্রী উর্মিলা মাতন্ডকরের থেকে এগিয়ে রয়েছেন ১,৩২,৩৯৭ টি ভোটে।
পাশাপাশি, মুম্বই উত্তর-মধ্য আসনে বিজেপি প্রার্থী পুনম মহাজন কংগ্রেস প্রার্থী প্রিয়া সুনীল দত্তের থেকে ৭৬,৩৭৮ ভোটে এগিয়ে রয়েছেন বলে জানা গেছে।
মুম্বই উত্তর-পূর্ব আসনে বিজেপি প্রার্থী মনোজ কোটক প্রতিদ্বন্দ্বী প্রার্থী পাটীল সঞ্জয়দিনার থেকে ১,৪৪,৬৬১ টি ভোটে এগিয়ে রয়েছেন।
মুম্বই উত্তর-পশ্চিম আসনে শিবসেনা প্রার্থী গজানন কীর্তিকর কংগ্রেস প্রার্থী সঞ্জয় নিরুপমের থেকে এগিয়ে রয়েছেন ৫৩,৩২৩ ভোটে।
মুম্বই দক্ষিণ-মধ্য আসনে (2019 Election Results)শিবসেনা প্রার্থী রাহুল রমেশ শিবালে কংগ্রেসের একনাথ ম.গায়কোয়াড়ের থেকে ৫৬,৩৩৯ ভোটে এগিয়ে রয়েছেন বলে নির্বাচন কমিশন (Election commission)সূত্রে খবর।

.