हिंदी में पढ़ें Read in English
This Article is From May 05, 2019

রাজীব গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাব দিলেন রাহুল গান্ধী

Elections 2019: প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে রাহুল গান্ধী ট্যুইটে লেখেন, “আপনার নিজের সম্পর্কে আপনার ধারণা, আমার বাবার দিকে ঘুরিয়ে রক্ষা পাবেন না”।

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • রাজীব গান্ধীর জীবন “কেটেছে ২ নম্বর দুর্নীতিগ্রস্ত হিসেবে”: প্রধানমন্ত্রী
  • “আপনার কাজ আপনার জন্য অপেক্ষা করছে”, ট্যুইট রাহুল গান্ধীর
  • প্রধানমন্ত্রীর মন্তব্যের সমালোচনা করে অন্যান্য বিরোধীরাও
নিউ দিল্লি :

রাজীব গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্যের জবাব দিলেন কংগ্রেস সভাপতি তথা রাজীব তনয় রাহুল গান্ধী। প্রয়াত প্রধানমন্ত্রী তথা রাহুল গান্ধীর বাবা রাজীব গান্ধী সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, তিনি “পয়লা নম্বর দুর্নীতি পরায়ণ হিসেবে জীবন কাটিয়েছেন”। গত বছরে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে ধরে হইচই ফেলে দিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা দলের সভাপতি রাহুল গান্ধী। এবার প্রধানমন্ত্রীর মন্তব্যের জবাবে তিনি বলেন, “মোজীদী, লড়াই শেষ। আপনার কাজ আপনার জন্য অপেক্ষা করছে। নিজের সম্পর্কে আপনার ধারণা, আমার বাবার ওপর চাপিয়ে আপনি রক্ষা পাবেন না। আমার তরফে আপনার জন্য অনেক ভালবাসা”।

এখানে পড়ুন রাহুল গান্ধীর ট্যুইট:

শুধুমাত্র প্রিয়াঙ্কা গান্ধীই নন, রাজীব গান্ধীকে নিয়ে প্রধানমন্ত্রীর মন্তব্যের নিন্দা করেছেন প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী পি চিদাম্বরমও, সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদব, আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল।

রাফাল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লাগাতার আক্রমণ শানিয়েছে কংগ্রেস। তা নিয়ে গতকাল প্রধানমন্ত্রী বলেন, রাহুল গান্ধীর লক্ষ্য শুধু তাঁর ভাবমূর্তি কলঙ্কিত করা। উত্তরপ্রদেশে একটি সভায় প্রধানমন্ত্রী বলেন, “আপনার বাবাকে স্বচ্ছ বলতেন তাঁর অনুগামীরা, কিন্তু তাঁর জীবন কেটেছে পয়লা নম্বর দুর্নীতি পরায়ণ হিসেবে”।

Advertisement

১৯৮০ সালের বোফর্স কেলেঙ্কারি প্রসঙ্গ টেনেই একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সেবার বোফর্স ঝড়ে পরাজিত হয়েছিলেন রাজীব গান্ধী।

বোফর্স কেলেঙ্কারিতে রাজীব গান্ধীকে ক্লিনচিট দেয় আদালত। ১৯৯১ সালে শ্রীলঙ্কার বিদ্রোহীদের হাতে খুন হন তিনি। দিল্লি হাইকোর্টও জানায়, রাজীব গান্ধী বোফর্স কেলেঙ্কারিতে ঘুষ নিয়েছিলেন, এমন কোনও প্রমাণ নেই। পরে সমস্ত অভিযোগ খারিজ হয়ে যায়।

Advertisement

ট্যুইটে কংগ্রেস নেতা পি চিদাম্বরম লেখেন, “একজন মানুষের(রাজীব গান্ধী)সম্মানহানি করে ভদ্রতা, শালীনতার সমস্ত সীমা লঙ্ঘন করেছেন নরেন্দ্র মোদী”।

ট্যুইট করেন রাজীব তনয়া প্রিয়াঙ্কা গান্ধীও। সেখানে তিনি লেখেন, “শহিদের নামে ভোট চাইছেন প্রধানমন্ত্রী, গতকাল একজন মহান মানুষের শহিদ হওয়াকে অসম্মান করেন। আমেঠির মানুষ এর যোগ্য জবাব দেবে...সারাজীবন আমেঠির মানুষকে দিয়েছেন রাজীব গান্ধী। মোদীজী, আমাদের দেশে প্রতারণাকে কখনও ক্ষমা করে না”।

Advertisement