Written by Harsha Kumari Singh | Monday May 27, 2019, নয়াদিল্লি
রাজস্থানে ২৫ আসনবিশিষ্ট লোকসভায় একটিও আসন জিততে ব্যর্থ হয়েছে কংগ্রেস। দলে চলছে অভ্যন্তরীণ সংকট। শোনা যাচ্ছিল, দু’জন মন্ত্রীর কাছ থেকে কৈফিয়ত চাওয়া হয়েছে। এরই মধ্যে জানা যাচ্ছে, দলের খারাপ ফলে হতাশাগ্রস্ত হয়ে একজন মন্ত্রী পদত্যাগ করতে চলেছেন। সমস্যা শুরু হয় গত শনিবার রাহুল গান্ধীর কড়া কথায়। তিনি সিনিয়র নেতা ও মুখ্যমন্ত্রীদের বলেন, তাঁরা নিজেদের ছেলেকে ভোটে দাঁড় করিয়ে সেই প্রচারেই আটকে থেকেছেন। রাজ্যজুড়ে যে প্রচার করার কথা, সেটা করেননি। অবশ্য আজ কংগ্রেস জানিয়েছে, কারও ব্যক্তিগত ভূমিকা খতিয়ে না দেখে কার্যকরী কমিটি দলের সামগ্রিক পারফরম্যান্সের দিকে নজর রেখেছে। কিন্তু মনে করা হচ্ছে রাহুল তাঁর কথায় বিদ্ধ করেছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলতকে, যাঁর ছেলে বৈভব গেহলত ভোটে দাঁড়িয়ে ঘরের কেন্দ্র যোধপুর থেকে পরাজিত হয়েছেন।