মোট আসন: 2

LIVE ত্রিপুরা নির্বাচনের ফলাফল 2019

18 এপ্রিল দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ত্রিপুরার, যদিও পরে তা বাতিল করে 23 এপ্রিল করা হয়।

নির্বাচনক্ষেত্র এগিয়ে দল পরিস্থিতি
ত্রিপুরা পূর্বরেবতী ত্রিপুরারেবতী ত্রিপুরাবিজেপিবিজেপিজয়ী
ত্রিপুরা পশ্চিমপ্রতিমা ভৌমিকপ্রতিমা ভৌমিকবিজেপিবিজেপিজয়ী
সম্পর্কে ত্রিপুরা

উত্তর পূর্বের রাজ্য ত্রিপুরায় ত্রিপুরা পূর্ব এবং ত্রিপুরা পশ্চিম, দুটি লোকসভা আসন রয়েছে। 2011 জনগণনা অনুযায়ী এই রাজ্যের মোট জনসংখ্যা 36.74 লক্ষ। দুই দফায় দুই কেন্দ্রের প্রার্থীর ভাগ্য ইভিএম বন্দি করেন তাঁরা। দু দফায় এই রাজ্যে ভোটগ্রহণ হয়।ত্রিপুরা পশ্চিম কেন্দ্রে ভোটগ্রহণ হয় প্রথম দফা, 11 এপ্রিল। দ্বিতীয় দফায় 18 এপ্রিল ত্রিপুরা পূর্ব কেন্দ্রে ভোট হওয়ার কথা থাকলেও পরে তা বাতিল করে 23 এপ্রিল করা হয়।

ত্রিপুরায় মোট ভোটার সংখ্যা 26,05,325. তারমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 13,19,693 এবং মহিলা ভোটার 12,85,618। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 14 জন।18-19 বছর বয়সী প্রথম ভোটারের সংখ্যা 39077 । রাজ্যের মানুষদের 100% ভোটার পরিচয়পত্র রয়েছে।

ত্রিপুরায় মোট 3324 ভোটকেন্দ্র তৈরি করা হয়।

2014 লোকসভা নির্বাচনে ত্রিপুরায় ব্যাপক জয় পায় ভারতের কমিউনিস্ট পার্টি। উত্তর পূর্বের এই রাজ্যের দুটি আসনেই নিজেদের দুর্গ বজায় রাখে বামফ্রন্ট।

2018 বিধানসভা নির্বাচনে ত্রিপুরায় বামেদের সরিয়ে ক্ষমতায় আসে বিজেপি। রাজ্যের মুখ্যমন্ত্রী হন বিপ্লব দেব।

লোকসভা নির্বাচনের ফল ঘোষণা হবে 23. মে।

 

মোট আসন: 2

লোকসভা নির্বাচন 2019-এর সাম্প্রতিকতম খবর, লাইভ আপডেটস এবং নির্বাচনের সময়সূচি পান ndtv.com/bengali/elections-এর থেকে। 2019-এর ভারতের সাধারণ লোকসভা নির্বাচনের প্রতিটি আপডেট পাওয়ার জন্য আমাদের FacebookTwitter-এর দিকেও নজর রাখুন।লোকসভা নির্বাচন 2019-এর প্রতিটা (543)আসনের আপডেট জানুন

................... Advertisement ...................
................... Advertisement ...................
Listen to the latest songs, only on JioSaavn.com