মোট আসন: 42
পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হচ্ছে সাত দফায়। এর আগে 2009 এবং 2014 পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন হয়েছিল সর্বোচ্চ পাঁচ দফায়।
বাংলায় লোকসভা কেন্দ্র রয়েছে 42টি।
প্রথম দফায় রাজ্যের দুই কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হয়...11 এপ্রিল
দ্বিতীয় দফায় 18 এপ্রিল রাজ্যের তিন কেন্দ্র...দার্জিলিং, জলপাইগুড়ি ও রায়গঞ্জে ভোটগ্রহণ হয়.
23 এপ্রিল তৃতীয় দফায় পাঁচ কেন্দ্র...বালুরঘাট, উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদে ভোট হয়।
চতুর্থ দফায় 29 এপ্রিল 8 কেন্দ্র...বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বোলপুর ও বীরভূমে ভোটগ্রহণ হয়।
6 মে পঞ্চম দফায় রাজ্যের 7টি লোকসভা আসনে ভোট হয়। সেগুলি হল...বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি, ও আরামবাগ।
12 মে ষষ্ঠ দফায় ভোট হবে রাজ্যের 8টি লোকসভা আসনে।সেগুলি হল...তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া ও বিষ্ণুপুর।
19 মে সপ্তম দফায় রাজ্যের শেষ দফার ভোটগ্রহণ। শেষের 9টি কেন্দ্র...দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ডহারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তরে ভোট হবে।
14 জানুয়ারি প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী, 54,000 বুথের মোট 78,000 ভোটকেন্দ্রে ভোট দেবেন 6,97,60,868 জন ভোটার।
পশ্চিমবঙ্গের মূল রাজনৈতিক দলগুলির মধ্যে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি(BJP), কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া(মার্ক্সবাদী), কংগ্রেস।
এই রাজ্যে 34 বছর ক্ষমতায় ছিল বামফ্রন্ট...আট বছর ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস.
ভোট গণনা হবে 23 মে.
মোট আসন: 42
লোকসভা নির্বাচন 2019-এর সাম্প্রতিকতম খবর, লাইভ আপডেটস এবং নির্বাচনের সময়সূচি পান ndtv.com/bengali/elections-এর থেকে। 2019-এর ভারতের সাধারণ লোকসভা নির্বাচনের প্রতিটি আপডেট পাওয়ার জন্য আমাদের Facebook ও Twitter-এর দিকেও নজর রাখুন।লোকসভা নির্বাচন 2019-এর প্রতিটা (543)আসনের আপডেট জানুন