পাঁচ রাজ্যে ব্যবহৃত হয়েছে মোট ১,৭৪,৭২৪'টি ইভিএম মেশিন
নিউ দিল্লি: পাঁচ রাজ্যের ৮,৫০০-এরও বেশি প্রার্থীর নির্বাচনী ভাগ্য নির্ধারিত হতে চলেছে আজ। মোট ১.৭৪ লক্ষ ইভিএম বাক্সে যা এখন বন্দি। যে যে রাজ্যে বিধানসভা নির্বাচন হয়েছে সেই রাজস্থান, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, ছত্তিশগড় ও মিজোরাম জুড়ে মোট ৬৭০'টি স্ট্রংরুমে রাখা আছে ওই ইভিএমগুলি। পাঁচটি রাজ্যজুড়ে ভোটের কাজে মোট ১,৭৪,৭২৪'টি ইভিএম মেশিন ব্যবহার করা হয়েছে।
বিজয় মালিয়াকে তুলে দেওয়া হবে ভারতের হাতে, রায় দিল লন্ডন আদালত
সবথেকে বেশি ইভিএম মেশিন ব্যবহৃত হয়েছে মধ্যপ্রদেশে। মোট ৬৫,৩৬৭'টি। মোট ৮,৫০০-এর কিছু বেশি প্রার্থীর মধ্যে মধ্যপ্রদেশেই প্রার্থীর সংখ্যা ২,৯০৭ জন।
বৃদ্ধা মা'কে ঘরে আটকে না খেতে দিয়ে মেরে ফেলল ছেলে
ভোটের পরেই ইভিএম মেশিনগুলির স্থান হয় স্ট্রংরুমে। অত্যন্ত কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রংরুমে রাখা আছে ইভিএম মেশিনগুলি। নিরাপত্তার দায়িত্বে রয়েছে আধা-সামরিক বাহিনী। মোট ৬৭৯'টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হয়। রাজস্থানের একটি কেন্দ্রের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় ওই কেন্দ্রে নির্বাচন স্থগিত থাকে।
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)