Baby Elephant: নদীতে বন্ধুকে ফেলে দিয়ে পাড়ে দাঁড়িয়ে মজা দেখছে বাচ্চা হাতিটি
হাইলাইটস
- দুষ্টুমিতে সিদ্ধহস্ত বাচ্চা হাতিরা, খেলতে খেলতে নানা দুষ্টুমি করে তারা
- খেলতে খেলতে সঙ্গীকে ঠেলে নদীতে ফেলে দিয়েছে একটি বাচ্চা হাতি
- মজার সেই ভিডিও ভাইরাল হলো সোশ্যাল দুনিয়ায়
করোনা ভাইরাসের আবহে এখন আপনি-আমি সকলেই প্রায় গোমড়ামুখো হয়ে আছি। সারাক্ষণই যেন মনের মধ্যে কী হয়, কী হয় ভাব। "তবে রামগড়ুরের ছানা, হাসতে তাদের মানা" এই সূত্রে চললে জীবন যে আরও দুর্বিষহ হয়ে উঠবে। তাই হাসুন, হাসুন, একটু হলেও হাসুন। দেখুন, কীভাবে ছোট্ট হাতিটি (Baby Elephant) দুষ্টুমি করে তার সঙ্গীকে জলে ফেলে দিলো (Baby Elephant Pushes His Friend Into Water)। ভিডিও দেখলে আপনার মুখে হাসি ফুটবেই। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভিডিওটি (Viral Video)। নেটিজেনরা হাতিটির দুষ্টুমি দেখে হেসে কুটিপাটি হচ্ছেন। ভিডিওটি টুইটারে শেয়ার করেন ভারতীয় বন দফতরের আধিকারিক সুশান্ত নন্দা।
"তুমি যে ঘরে কে তা জানতো?" বাঘের হানায় আত্মারাম খাঁচাছাড়া হওয়ার জোগাড়
ভিডিওটিতে দেখা যাচ্ছে একটি নদীর পাড়ের কাছে দুটো বাচ্চা হাতি খেলা করছে। তারই মধ্যে একটি হাতির বাচ্চা একটু পিছনের দিকে সরে গিয়ে সঙ্গের বন্ধুটিকে দিল এক ঠ্যালা। ব্যস! হুড়মুড় করে বেচারা পড়ে গেল নদীর জলে। আর যে হাতিটি ওই দুষ্টুমি করেছে সে নদীর ধারে এসে বন্ধুকে জলের মধ্যে নাকানিচোবানি খেতে দেখে বেশ মজাই পেল মনে হচ্ছে। যদিও এই ভিডিওটি প্রায় বছর দুয়েকের পুরনো। কিন্তু নেটিজেনদের মুখে হাসি ফোটাতেই হয়তো সেটি আবার শেয়ার করা হয়েছে।
হ্যাপি বার্থ ডে হানি, মায়া, হুইস্কি! কেক কেটে মুম্বই পুলিশ লাইনে তিন জার্মান শেফার্ডের জন্মদিন উদযাপন
ভিডিওটি শেয়ার করে সুশান্ত নন্দা ক্যাপশনে লিখেছেন, "দুষ্টুমিতে কেউই হাতির বাচ্চাদের সঙ্গে পাল্লা দিতে পারবে না।"
দেখুন Video:
এই ভিডিওটি শুক্রবার সকালে শেয়ার করার সঙ্গে সঙ্গে বহু মানুষ দেখেছেন। এখনও পর্যন্ত ৪৫ হাজারেরও বেশি বার দেখা হয়েছে সেটি। অনেকেই ভিডিওটি দেখে টুইটারে নানা প্রতিক্রিয়া দিয়েছেন ...
Click for more
trending news