হাতি বড় বুদ্ধিমান। আইন ভেঙে বোকার মতো প্রাণটি খোয়ায় না। আগে পরখ করে দেখে, সেখানে প্রাণসংশয় আছে কিনা। তারপর বেআইনি কাজ করে। গজরাজকেই দেখুন। বেআইনি ভাবে বৈদ্যুতিক তার ছিঁড়ে রাস্তা পারাপার করল। কিন্তু কারেন্ট খেল না! সেই ভিডিও দিনকতক সোস্যালে আসতেই হইচই ফেলেছে নেটবিশ্বে।
বিয়েকে সফল করতে চালু হচ্ছে ‘প্রি-ওয়েডিং কোর্স'! ফেল করলেই শাস্তি দেবে সরকার!
ডা. পিএম ধকাটে এই ভিডিও শেয়ার করে লিখেছেন, ''হাতি বড় বুদ্ধিমান। আগে শুঁড় দিয়ে ছুঁয়ে দেখে নিল কোথায় কারেন্ট আছে, কোথায় নেই। যেখানে কারেন্ট নেই সেখানের তার ছিঁড়ে দুলকি চালে কেমন রাস্তা পেরোল দেখুন।''
Watch Video: দেখুন হাতের কেরামতি, একবার দেখলে বারংবার দেখতে হবে!
দেখুন ভিডিও:
২৫ নভেম্বরের এই ভিডিও-য় রাতারাতি লাইকের সংখ্যা ৬ হাজারেরও বেশি।
Click for more
trending news