গর্ত থেকে উঠতে ভালো প্রয়াস চালিয়েছে সেই হাতি।
এর্নাকুলাম: গ্রামে ঘুরতে ঘুরতে খোলা কুঁয়োয় পড়ে গিয়েছিল একটি হাতি। কয়েক ঘণ্টার প্রচেষ্টায় তাঁকে উদ্ধার করেছে কেরল বনদফতর। এর্নাকুলামের এই ঘটনায় চাঞ্চল্য। প্রথমদিকে কুঁয়ো থেকে ওঠার চেষ্টা করলেও, ব্যর্থ হয়ে গ্রামবাসীদের ডাকা শুরু করে সেই হাতি। ওরা এসে হাততালি দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। এরপর খবর যায় বন দফতরে। জানা গিয়েছে, ২০ ফুট গভীর ওই কুঁয়োর থেকে হাতি তুলতে জেসিবি ব্যবহার করা হয়েছে। এনডিটিভিকে এমনটাই জানিয়েছে এক বনকর্তা।
Click for more
trending news