কানহা জাতীয় উদ্যানে হাতিদের জন্য প্রতিবছর বিশেষ ট্রিট আয়োজন করা হয়
কানহা জাতীয় উদ্যানের হাতিরা সকলের জন্য উপহারস্বরূপ। মধ্যপ্রদেশের এই জাতীয় উদ্যানের আধিকারিকরা সাত দিনব্যাপী একটা পিকনিকের আয়োজন করেছে তাদের জাম্বো বন্ধুদের জন্য। প্রতি বছর আয়োজিত এই পিকনিকে হাতিদের জন্য একটা বিশেষ ম্যাসাজ এবং খাবারের আয়োজন করা হয়। এএনআই এর মতে এই পিকনিকের আয়োজন করা হয় যাতে হাতিরা পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাতে পারে।
“তাদেরকে দারুণ খাবার পরিবেশন করা হয় এবং মাথা ও শরীরে ম্যাসাজ করে প্যাম্পার করা হয়। এটা তাদের মেডিকেল চেকআপের জন্য আয়োজিত হেলথ ক্যাম্প”, একজন রেঞ্জ অফিসার এএনআই-কে জানান।
এএনআই-এর শেয়ার করা একটা ভিডিওতে দেখা যাচ্ছে হাতিদের কলা, নারকেল এবং অন্যান্য সুস্বাদু খাবার খাওয়ানো হচ্ছে।
ভিডিওটা শেয়ার হওয়ার পর থেকে 1,600এর বেশি লাইক পেয়েছে ও বহু মানুষ কমেন্ট করেছেন।
পোস্টে একজন কমেন্টে মজা করে লিখেছেন, “এই কারণেই আমি হাতি হতে চাই।“
ভোপাল সমাচারের 2017 সালের রিপোর্টে জানানো হয়েছিল নদীতে স্নান করিয়ে হাতিদের প্যাম্পার করা শুরু হয়। তারপর তাদের নখ কেটে দেওয়া হয়, নিম তেলের ম্যাসাজ করা হয়। এক সপ্তাহ ব্যাপী পিকনিকে পশু চিকিৎসকেরা তাদের হেলথ চেক আপ করেন।
Click for more
trending news