শিলং: মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড় জেলার একটি প্রত্যন্ত গ্রাম থেকে গ্রেফতার করা হল ১১ জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। যাদের মধ্যে চারজন নাবালক। এবং, একজন মানুষ পাচারকারীও ছিল। সে পশ্চিমবঙ্গের বাসিন্দা। অবৈধ অনুপ্রবেশকারীরা ওখানে ঢুকেছিল সীমান্তে কাঁটাতারের বেড়া না থাকার সুযোগ নিয়ে। এবং, তারা এই দেশে পাকাপাকি বসবাস করার জন্যই এসেছিল বলে জানা গিয়েছে। সংবাদসংস্থা পিটিআইকে জেলার পুলিশ সুপার আব্রাহাম টি সাংমা জানান, "আমরা সাতজন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছি। তারা নিজের দেশ থেকে পালিয়ে এদেশে আসতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে"। তিনি জানান, আপাতত ধৃতরা জেল হেফাজতে রয়েছে।
আসছেন না অমিত,হাইকোর্টের রায় দেখে কোচবিহারের কর্মসূচি নিয়ে সিদ্ধান্ত নেবে বিজেপি
যে চারজন নাবালককে পাকড়াও করা হয়েছে, তাদের বয়স ২ বছর থেকে ৫ বছরের মধ্যে। তিনি বলেন, আইন অনুযায়ীই নাবালকদের ব্যবস্থা নেওয়া হবে। ৬২ নম্বর জাতীয় সড়কে রুটিন চেক আপের সময় ওই বাংলাদেশি নাগরিকদের পাকড়াও করে বিএসএফ।
অস্ট্রেলিয়ায় পূজারার সেঞ্চুরির ছবি এ বার কলকাতা ট্র্যাফিক সিগন্যাল অভিযানের অংশ
তারা বাংলাদেশের নেত্রকোনা এবং সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
আরও খবর পড়ুন এখানে।
(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)