পুড়িয়ে মারার ঘটনায় ১৪ জন বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।
হাইলাইটস
- পালিয়ে ‘বিয়ে’ করার ‘শাস্তি’ পেলেন বিহারের সীতামারি জেলার যুবক
- পুড়িয়ে মারার ঘটনায় ১৪ জন বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে
- পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন
পাটনা: বিবাহিত মহিলার সঙ্গে পালিয়ে ‘বিয়ে' করার ‘শাস্তি' পেলেন বিহারের সীতামারি জেলার যুবক সারাভান মাহাতো। তাঁকে মারধর করে জ্যান্ত পুড়িয়ে দিল কেউ বা কারা। পুলিশ জানিয়েছে রবিবার এই ঘটনাটি ঘটেছে। স্থানীয় সাহিয়ায়া থানার ওসি সঞ্জীব কুমার,জানিয়েছেন সারাভানকে তাঁর বাড়ি থেকে বের করে নিয়ে যাওয়া হয়। রাস্তায় বের করে তাঁকে মারধর করা হতে থাকে। মারের চোটে জ্ঞান হারান যুবক। সে সময় তাঁর গায়ে আগুনও দিয়ে দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান প্রেমের সম্পর্কের জন্যই যুবককে পিটিয়ে মারা হয়েছে।
পাইলটরা ‘অসুস্থ' ১৪ টি বিমান বাতিল করল জেট
পুলিশ জানতে পেরেছে কয়েক মাস আগে এই এলাকার এক প্রভাবশালী ব্যক্তির পুত্রবধূকে নিয়ে পালিয়ে যান সারাভান। গ্রামের বাইরে বিয়ে করে ফিরে এসে তাঁরা দুজন একসঙ্গে থাকতেও শুরু করেন। পুত্রবধূর পরিবারের তরফে থানায় অপহরণের অভিযোগও দায়ের হয়। এই ঘটনার জন্যই সারাভানকে প্রাণ দিতে হল কিনা সেই প্রশ্নটা পুলিশকে ভাবাচ্ছে।
দিল্লিতে সহকর্মীকে যৌন হয়রানি ও ধর্ষণ করে গ্রেফতার সাংবাদিক
পুড়িয়ে মারার ঘটনায় ১৪ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। তাঁদের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন করেছে প্রশাসন।
দেখুন ভিডিও:
(এনডিটিভি এই খবর সম্পাদিত করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে.)