This Article is From Sep 05, 2018

Dubai-New York Flight: মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়লেন দশ যাত্রী

Dubai-New York Flight : বিমানে অসুস্থ হয়ে পড়লেন দশ যাত্রী।

Dubai-New York Flight: মাঝ আকাশে অসুস্থ হয়ে পড়লেন দশ যাত্রী

Dubai-New York Flight : বিমানটিকে আলাদা করে রাখা হয়েছে।

দুবাই:

বিমানে অসুস্থ হয়ে পড়লেন দশ যাত্রী। আরব থেকে নিউ ইয়র্কে অবতরণ করা এমিরেটস সংস্থার ওই  বিমানটিকে আপাতত আলাদা করে রাখা হয়েছে।

প্রথমে খবর পাওয়া যায় একশো জন অসুস্থ হয়েছে। কিন্তু সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় অসুস্থের সংখ্যা দশ। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা  হয়েছে। এমিরেটস সংস্থার A388 বিমানে প্রায় 500 জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় সকাল 9 টা নাগাদ  বিমানটি নিউইয়র্কের অবতরণ করে। আর তার পরপরই সংবাদ মাধ্যমে খবর ছড়াতে শুরু করে শতাধিক  যাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। কিন্তু সরকারি ভাবে জানিয়ে দেওয়া হয় অসুস্থের সংখ্যা অত নয়। মোট দশ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের জন্য পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বাকিদের বিমানের বাইরে বের করে  আনার কাজ চলছে। তাঁদের মধেয় কারও শারীরিক পরিস্থিতি খারাপ হচ্ছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।  কিন্তু যাত্রীদের অসুস্থতার কারণ সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। বিমান বন্দরে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিকদের দেখতে  পাওয়া গিয়েছে। কিন্ত তাঁরাও কিছু বলতে চাননি। আবার মেয়রের দপ্তর থেকেও কিছুই জানা যায়নি। ওই বিমানের যাত্রী ল্যারি কোহেন টুইটারে একটি ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে বিমানের বাইরে প্রচুর  পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে।                                          

 

  

.