This Article is From Jul 18, 2018

প্রথমদিন 32 কিমি পথ হেঁটে অফিস পৌঁছে গাড়ি উপহার পেল কর্মচারী

আনন্দের মুহূর্তে সামিল হন আপনিও।

প্রথমদিন 32 কিমি পথ হেঁটে অফিস পৌঁছে গাড়ি উপহার পেল কর্মচারী

কোম্পানির সিইও-র থেকে গাড়ি উপহার পান ওয়াল্টার কার।

এক ব্যক্তি যিনি 32কিমি. পথ হেঁটে অফিসে পৌঁছন, প্রথম দিনই তাঁর কাজের প্রতি দায়বদ্ধতা দেখে প্রসন্ন হয়ে তাঁকে একটা গাড়ি উপহার দেওয়া হয়। সিবিএস নিউজের তরফে জানানো হয়েছে আলাবামার ওয়াল্টার কার রবিবার একটা নতুন কোম্পানিতে যোগদান করেন। প্রথম দিন কাজে যোগ দেওয়ার আগেই তিনি বুঝতে পারেন তাঁর গাড়ি খারাপ হয়ে গেছে, তাই বেলহপে কাজে যোগ দিতে তিনি পুরো রাস্তাটা হেঁটে পাড়ি দেন। ওয়াল্টার অফিসে পৌঁছনোর জন্য মধ্যরাত্রে উঠে হাঁটা শুরু করেন।   

পেলহামের পুলিশ আধিকারিকরা রবিবার সকালে ওয়াল্টারকে দেখতে পান। ইতিমধ্যে সে বাড়ি থেকে চার কিলোমিটার হেঁটে ফেলেছিল। আধিকারিকরা এরপর তাঁকে প্রাতরাশের খাবার কিনে দেন এবং অফিসে ছেড়ে আসেন।

বেলহপের সিইও ওয়াল্টারের কথা জানতে পেরে তাঁর কর্মচারীর জন্য বিশেষ কিছু করার সিদ্ধান্ত নেন।

সোমবার সিইও লিউক মার্কলিন তাঁর 2014 ফোর্ড এস্কেপ গাড়িটা ওয়াল্টারকে উপহার দেন। আনন্দের সেই মুহূর্তে সামিল হন আপনিওঃ

 

 

ওয়াল্টারের গল্প ইন্টারনেটে অত্যন্ত ভাইরাল হয় এবং সকলে তাঁর অত্যন্ত প্রশংসা করে।

 

 

 

“এই দুনিয়ায় এমন উৎসাহ প্রদানকারী গল্প সত্যিই মন ছুঁয়ে যায়! আমাদের মধ্যে ওয়াল্টারের মতো মানুষ আরও বেশি করে প্রয়োজন!” ফেসবুকে একজন কমেন্ট করেন। “দারুণ ওয়াল্টার। যুবকদের মধ্যে সত্যের প্রতি এতটা দৃঢ় মনোভাব সত্যিই প্রশংসনীয় এবং বিশ্বাসযোগ্য”, লেখেন অপর ফেসবুক ব্যবহারকারী।

 

Click for more trending news


.