தமிழில் படிக்க Read in English
This Article is From Oct 21, 2018

তিন জঙ্গীকে নিকেশ করল সেনা, উপত্যকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা

তিন জঙ্গীকে নিকেশ করল সেনা। কুলগামে  সেনা-জঙ্গী সংঘর্ষে খতম তিন জঙ্গি। গুলির লড়াইয়ে আহত হলেন দুই সেনা কর্মীও।

Advertisement
অল ইন্ডিয়া

দিন দুয়েক আগেও কাশ্মীরে  সেনার গুলিতে প্রাণ গিয়েছে  দুই জঙ্গির।

Highlights

  • কুলগামে সেনা-জঙ্গী সংঘর্ষে খতম তিন জঙ্গি
  • গুলির লড়াইয়ে আহত হলেন দুই সেনা কর্মীও
  • সেনার কাছে খবর ছিল কুলগামের একটি বাড়িতে জঙ্গিরা লুকিয়ে আছে
শ্রীনগর :

তিন জঙ্গীকে নিকেশ করল সেনা। কুলগামে  সেনা-জঙ্গী সংঘর্ষে খতম তিন জঙ্গি। গুলির লড়াইয়ে আহত হলেন দুই সেনা কর্মীও। সেনা বাহিনীর কাছে খবর ছিল কুলগামের একটি বাড়িতে কয়েকজন  জঙ্গি লুকিয়ে আছে। সেই  মতো অতর্কিতে হানা দিয়ে বাড়িটি বাইরে থেকে ঘিরে ফেলে  নিরাপত্তা বাহিনীর জওয়ানরা।  বাহিনীর উপস্থিতি বুঝতে পেরে গুলি চালাতে  শুরু করে  সেনা  বাহিনী। পাল্টা জবাব দেয় সেনা। আর তাতেই খতম  তিন হয়    জঙ্গি। উপত্যকার ইন্টারনেট পরিষেবা  বন্ধ করে দেওয়া হয়েছে। দিন দুয়েক আগেও কাশ্মীরে  সেনার গুলিতে প্রাণ গিয়েছে  দুই জঙ্গির। উত্তর কাশ্মীরের বারামুলার ওই ঘটনায় দুটি একে 47 রাইফেল উদ্ধার হয়েছে।  একই সঙ্গে  পাওয়া গিয়েছে তিনটি গ্রেনেড, গেনেড লঞ্চার, এবং দুটি চিনা  পিস্তল।

পাকিস্তানে নতুন  সরকার তৈরি হওয়ার পর সে দেশের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা শুরুর সম্ভবনা দেখা দেয়। পাক প্রধানমন্ত্রী ইমরান  খানের লেখা চিঠিতে সারা দেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক হয় নিউইয়র্কে রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় ভারত ও পাকিস্তানের বিদেশ মন্ত্রীর মধ্যে সাক্ষাৎ হবে। তবে প্রথমে এক বিএসএফ জওয়ান এবং পরে কাশ্মীর পুলিশের তিন কর্মীকে হত্যা কড়ে জঙ্গিরা। ভেস্তে যায়  বৈঠক। উল্টে  রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় দাঁড়িয়ে পাকিস্তানকে তীব্র আক্রমণ করেন বিদেশমন্ত্রী  সুষমা স্বরাজ। হিন্দিতে দেওয়া ভাষণে  সুষমা বলেন পাকিস্তান সন্ত্রাসের আঁতুড়ঘর। একই সঙ্গে পাকিস্তানের তোলা অভিযোগও অস্বীকার করেন সুষমা। সেদেশের অভিযোগ ভারত আলোচনায় বসছে না। কিন্তু সুষমা বলেন ভারত আলোচনা চায়। কিন্ত পাকিস্তানের আচরণই  আলোচনার  পরিপন্থী বলে তিনি জানান। একই সঙ্গে তিনি  জানান হইফ সইদের মতো মানুষ প্রকাশ্যে ঘেরা ফেরা  করে তাঁদের সঙ্গে আলোচনা করা যায় না।  তিনি বলেন পাকিস্তান সন্ত্রাসবাদকে প্রশয় দেয়।                   

 

Advertisement
Advertisement