This Article is From Jul 22, 2018

প্রতিশোধ ! পুলিশ কর্মীকে অপহরণে জড়িত তিন জঙ্গিকে নিকেশ

কুলগামে বাহিনীর গুলিতে মৃত্যু হল তিন জঙ্গির। এরাই ওই পুলিশকর্মীকে অত্যাচার  করেছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর।               

প্রতিশোধ ! পুলিশ কর্মীকে অপহরণে জড়িত তিন জঙ্গিকে নিকেশ

কুলগামে গুলির লড়াই। (ফাইল চিত্র )

শ্রীনগর:

জম্মু কাশ্মীরে পুলিশ কর্মীকে অপহরণ করে খুনের ঘটনার একদিনের মধ্যে প্রতিশোধ নিল নিরাপত্তাবাহিনী। কুলগামে বাহিনীর গুলিতে মৃত্যু হল তিন জঙ্গির। এরাই ওই পুলিশকর্মীকে অত্যাচার  করেছে বলে দাবি নিরাপত্তা বাহিনীর।  এখনও চলছে গুলির লড়াই।                

মাত্র একদিন  আগে এই এলাকায় পুলিশ কনস্টেবল  সালেম আহমেদ শাহকে অপহরণ করে খুন করে জঙ্গিরা। কাঠুয়ার এক  প্রশিক্ষণ শিবিররে শেষে কুলগামে নিজের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলেন সালেম। আর তখনই ঘটে এই ঘটনা।  গোয়েন্দা সূত্র মারফৎ বাহিনী জানতে পারে কুলগামের খুদওয়ানি নামে একটি এলাকায় জঙ্গিরা আত্মগোপন করে রয়েছে। তল্লাশি শুরু করে  সেনা, আধা সেনা ও পুলিশের মিলিত দল। কিন্ত বাহিনী এলাকায় পৌঁছে গিয়েছে খবর পেয়েই গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।  জাবাব দেয় বাহিনী। আর তাতেই প্রাণ গেল তিন জঙ্গির । তবে নিরাপত্তা বাহিনী মনে করছে পুলিশকর্মীর মৃত্যুর ঘটনায় আরও কয়কেজন জঙ্গির যোগ রয়েছে । কিন্ত অভিযানের সময় নিরাপত্তা বহিনীকে লক্ষ্য করে  ইটবৃষ্টি শুরু হয়। সেই  ফাঁকে ওই জঙ্গিরা পালিয়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। কীভাবে তাদের খোঁজ পাওয়া সম্ভব তা খতিয়ে দেখছেন নিরাপত্তা বাহিনীর আধিকারিকরা। কুলগাম ও অনন্তনাগে আপাতত মোবাইল ইন্টারনেট পরিষেবা  বন্ধ রাখা হয়েছে।       

.