Read in English
This Article is From Mar 02, 2020

ইংরেজিতে চোস্ত 'ইংলিশ দাদি' গুণে গুণে গোল দিলেন শশী থারুরকে!

নেটিজেন বলতে বাধ্য হয়েছেন, রাজস্থানের প্রত্যন্ত গ্রাম ঝুনঝুনুর এই অশীতিপর বৃদ্ধার ইংরেজি কান পেতে শোনার মতোই।

Advertisement
অফবিট Edited by

শশী থারুরকে ইংরেজিতে হারালেন ইংলিশ দাদি!

বয়স কমসেকম আশি ছুঁই ছুঁই। তাঁর মুখের ঝরঝরে ইংরেজি শুনলে থমকে যাবেন বিদেশিরাও। সেই জন্যেই তাঁকে সবাই ডাকেন 'ইংলিশ দাদি'। রবিবার ইংরেজিতে মহাত্মা গান্ধির (Mahatma Gandhi) ওপর তাঁর (Bhagwani Devi) বক্তব্য শুনে মুখে কুলুপ কংগ্রেস নেতা শশী থারুরেরও (Shashi Tharoor)! এমন ঝরঝরে ইংরেজিতে জাতির জনকের সম্বন্ধে বলা কি চাট্টিখানি কথা? 

''মোটা'' বলে বিয়ে ভেঙেছিল, সেই পাত্রীই সেরা সুন্দরী!

 দাদির ঝরঝরে ইংরেজিতে বক্তৃতা সোশ্যালে শেয়ার করেছেন আইপিএস অফিসার অরুণ বোথরা (Arun Bothra)। তারপরেই নেট উত্তাল দাদিকে নিয়ে। লাল শাড়িতে সেজে ইংলিশ দাদা ওরফে ভগবানী দেবীর কথা এখন ফিরছে সবার মুখে। নেটিজেন বলতে বাধ্য হয়েছেন, রাজস্থানের প্রত্যন্ত গ্রাম ঝুনঝুনুর এই অশীতিপর বৃদ্ধার ইংরেজি কান পেতে শোনার মতোই। অনায়াসে গুণে গুণে গোল দিতে পারে ইংলিশ মিডিয়ামে পড়াশওনা করা যেকোনও উচ্চশিক্ষিতকে।  

Advertisement

৩৬ সেকেন্ডের ভিডিওতে জাতির জনকের প্রতি পূর্ণ মর্যাদা জানিয়ে দাদি বলেছেন, "মহাত্মা গান্ধী ছিলেন বিশ্বের অন্যতম সেরা মানুষ। অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের হয়েও তিনি ছিলেন ভীষণ সাদামাঠা"। ক্লিপিংসটি শেয়ারের পর বোথরার জিজ্ঞাসা নেটিজেনদের, ১০-এ কত পাবেন দাদি?

বরফের চাদরে ঢাকা পড়েও কীভাবে প্রাণে বাঁচলেন টিকটক তারকা, দেখুন Video

Advertisement

শেয়ার করার পর মাত্র একদিনে ভিডিওটির ভিউয়ার্স ৩ লক্ষ। দাদির প্রশংসায় পঞ্চমুখ সবাই। বহুজন তাঁর আত্মবিশ্বাসের প্রশংসা করেছেন। 

Advertisement