Read in English
This Article is From Oct 23, 2018

মঙ্গলগ্রহের নোনা জলে অক্সিজেন আছে, বেঁচে থাকতে পারে পোকা- মাকড়, মত গবেষকদের

মঙ্গলগ্রহের নোনা জলে অক্সিজেন আছে। আর সেটার সাহায্যে পোকামাকড়  বেঁচে থাকতে  পারে  অনায়াসে।

Advertisement
অল ইন্ডিয়া

মঙ্গলগ্রহে  জলে প্রচুর পরিমাণে লবণ থাকায় সেটি তরল অবস্থায় থেকে যায়।

Highlights

  • মঙ্গলগ্রহের নোনা জলে অক্সিজেন আছে আর তার সাহায্যে বাঁচতে পারে প্রাণ
  • মঙ্গল গ্রহের কোনও কোনও অংশে অক্সিজেনের পরিমাণ অনেকটাই বেশি
  • নেচার জিওসায়েন্স জার্নালে সোমবার একথাই জানানো হয়েছে
প্যারিস :

মঙ্গলগ্রহের নোনা জলে অক্সিজেন আছে। আর সেটার সাহায্যে পোকামাকড়  বেঁচে থাকতে  পারে  অনায়াসে। শুধু তাই নয় মঙ্গল গ্রহের কোনও কোনও  অংশে অক্সিজেনের পরিমাণ এতটাই বেশি  যে সেখানে স্পঞ্জের মতো প্রাণীও বেঁচে থাকতে  পারে। নেচার  জিওসায়েন্স জার্নালে সোমবার  একথাই জানানো হয়েছে। মুখ্য প্রাবন্ধিক জানিয়েছেন প্রচুর পরিমাণে নুন মিশ্রিত রয়েছে    এমন জলে অক্সিজেন আছে। এটা থেকে  আমাদের মনে হয়  মঙ্গলগ্রহে  প্রাণের সন্ধান আছে। কিন্তু এর আগে পর্যন্ত মনে করা হয়  মঙ্গলগ্রহে যে  পরিমাণ অক্সিজেন আছে তার সাহায্যে প্রাণ  বাঁচতে  পারে না। এবার  উঠে এল  অন্য  তথ্য।  

প্রাবন্ধিক আরও বলেছেন, মঙ্গলগ্রহে মাত্র 0.14  শতাংশ উপস্থিতি নিয়ে অক্সিজেন যে প্রাণ বাঁচানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা  নিতে পারে সেটা আগে  বোঝা  যায়নি।

মঙ্গলে প্রাণ?

Advertisement

জলে প্রচুর পরিমাণে লবণ থাকায় সেটি তরল অবস্থায় থেকে যায়। এটি অক্সিজেন তৈরি হওয়ার প্রধান শর্ত। কাল এবং দিনের সময় অনুযায়ী মঙ্গলের তাপমাত্রা বদলায়। মোটের উপর  20 থেকে    195 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে তাপমাত্রা। এই ব্যাপারটাকে মাথায় রেখেই নিজেদের সিদ্ধান্ত  নিয়েছেন বিজ্ঞানীরা।

 

Advertisement
Advertisement