This Article is From Feb 17, 2020

ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনতে শিক্ষক নিয়োগ: শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

শিক্ষামন্ত্রী (Education Minister) বলেছেন, শিক্ষার মানন্নয়নে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনা আগে জরুরি।

Advertisement
অল ইন্ডিয়া Edited by (with inputs from PTI)

পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত তথৈবচ। তাই এই অনুপাতে ভারাসাম্য আনতে শিক্ষক নিয়োগ করছে রাজ্য। সোমবার বিধানসভায় এমন দাবি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। (ফাইল ফটো)

Highlights

  • সরকারি স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত তথৈবচ
  • তাই শিক্ষক নিয়োগ করছে রাজ্য। বিধানসভায় জানালেন শিক্ষামন্ত্রী
  • এদিন বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে এই দাবি করেন পার্থ চট্টোপাধ্যায়
কলকাতা :

বামফ্রন্ট সরকারের শিক্ষানীতির অদূরদর্শিতা। পশ্চিমবঙ্গের একাধিক স্কুলে ছাত্র-শিক্ষক অনুপাত (Teacher-Student Ratio) তথৈবচ। তাই এই অনুপাতে ভারাসাম্য আনতে শিক্ষক নিয়োগ করছে রাজ্য। সোমবার বিধানসভায় এমন দাবি করেছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। বিধানসভার প্রশ্নোত্তর পর্বে বক্তব্য রাখতে গিয়ে শিক্ষামন্ত্রী (Education Minister) বলেছেন, শিক্ষার মানন্নয়নে ছাত্র-শিক্ষক অনুপাতে ভারসাম্য আনা আগে জরুরি। এটা বেশ ভালো বুঝতে পারছে শিক্ষা দফতর। তাই সেই প্রয়োজন মেটাতে দাবি মেনে শিক্ষক নিয়োগ করা হচ্ছে। এদিন তৃণমূল বিধায়ক নার্গিস বেগমের এক প্রশ্নের জবাবে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন, রাজ্যের মোট ১১১ টি সরকারি ও সরকারের অনুদানে চলা স্কুলকে ইংলিশ মিডিয়ামে উত্তীর্ণ করা হয়েছে। আরও কয়েকটি স্কুল এই তালিকায় অন্তর্ভুক্ত হবে। আগে যে স্কুলগুলো উত্তীর্ণ হয়েছে, তাদের সাফল্যের হার দেখে পরের স্কুলগুলোকে তালিকাভুক্ত করা হবে। এদিন স্পষ্ট করেন শিক্ষামন্ত্রী। 

মঙ্গলবার রাজ্যে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা

তবে শিক্ষা দফতর সার্ভে করে দেখেছে, ইংলিশ মাধ্যমের পাশাপাশি বাংলা মাধ্যমের স্কুলগুলোও বিভিন্ন প্রতিযোগিতামূলক ও পর্ষদের পরীক্ষায় ভালো ফল করে আসছে। এদিন নার্গিস বেগম মিড ডে মিল প্রকল্পে পড়ুয়াদের খাওয়ারের জায়গা সঙ্কুলান প্রসঙ্গে প্রশ্ন করলে শিক্ষা মন্ত্রী জানিয়েছেন, এই ধরণের কোনও তথ্য তাঁর দফতরের হাতে নেই। পাশাপাশি তৃণমূল বিধায়ক নার্গিস বেগমকে শিক্ষা মন্ত্রীর আবেদন, "আপনার নজরে শিক্ষা পরিকাঠামোয় গলদ চোখে পড়লে শিক্ষা দফতরের আধিকারিকদের নজরে আনুন। 

CBSE Board 2020: পরীক্ষার আগে কোন কোন বিষয় অবশ্য মেনে চলা উচিত, জেনে নাও

Advertisement

এই নার্গিস বেগম গত সপ্তাহে বাম বিধায়ককে অশ্লীল মন্তব্য করে বিপত্তি বাড়িয়েছিলেন। পরে অধ্যক্ষ ও দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নির্দেশে ক্ষমাপ্রার্থনা করেন ওই তৃণমূল কংগ্রেস বিধায়ক। 



(এনডিটিভি এই খবর সম্পাদনা করেনি, এটি সিন্ডিকেট ফিড থেকে সরাসরি প্রকাশ করা হয়েছে।)
Advertisement