Edited by Indrani Halder | Thursday May 14, 2020, নয়া দিল্লি
রীতিমতো যুগান্তকারী এক প্রস্তাবের কথা বিবেচনা করা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে (Indian Army)। প্রয়োজনে ৩ বছরের মেয়াদে (Indian Army 3 Year Tenure For Civilians) ভারতীয় সেনায় যোগ দিতে পারবেন দেশের উদ্যমী তরুণরা, তাঁদের এই সুযোগ দেওয়া হোক, এমনই একটি প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা চলছে বলে জানা গেছে। শীর্ষ সামরিক সূত্র জানিয়েছে সেনাবাহিনী আধা মিলিটারি ফোর্স এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর সদস্য হিসাবে সাত বছরের কম সময়ের জন্য দেশের তরুণদের সেনায় সামিল করার বিষয়ে বিবেচনা করছে, মেয়াদ শেষের পরে তাঁরা ফের তাঁদের সাধারণ নাগরিক জীবনে ফিরে যেতে পারবেন।