হাইলাইটস
- NTA, instead of CBSE, will hold NET, NEET, JEE Main exams from now
- The NTA would also conduct CMAT and GPAT.
- NEET and JEE Main will be conducted twice in a year
নিউ দিল্লি: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রকাশ জাভরেকর আজ ঘোষণা করলেন, জাতীয়স্তরের ইঞ্জিনিয়ারিং এবং মেডিক্যালের প্রবেশিকা পরীক্ষা- জয়েন্ট এন্ট্রান্স মেইন এবং এনইইটি- আগামী 2019 সাল থেকে অনলাইনে দু'বার করে নেওয়া হবে। নয়াদিল্লির একটি সাংবাদিক সম্মেলনে আজ এই কথা বলেন শিক্ষামন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা এবং ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স এক্স্যামিনেশন এবার থেকে নতুন রূপে সংগঠিত হবে। তা পরিচালনা করবে পরীক্ষা নিয়ামক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি।
সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এবার থেকে প্রত্যেক বছরের ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। নতুন গঠিত হওয়া কমিটির দ্বারা পরীক্ষা পরিচালিত হতে চলেছে এই প্রথমবার।
এনইইটি এবং জয়েন্ট এন্ট্রান্স মেইন ছাড়া ন্যাশনাল টেস্টিং এজেন্সি ইউজিসি নেট এবং সিএমএটি'র পরীক্ষাও পরিচালনা করবে বলে জানান প্রকাশ জাভরেকর।
এই সমস্ত পরীক্ষাই অনুষ্ঠিত হবে বিভিন্ন তারিখে, বলেন তিনি।