Read in English
This Article is From Oct 20, 2018

"500 ট্রেন বেরিয়ে গেলেও লাইন থেকে একজনও নড়বে না", দুর্ঘটনার আগে বলেছিল আয়োজক

এই ঘটনাটি যে আয়োজকদের চূড়ান্ত অবহেলার প্রত্যক্ষ ফল, এই ভিডিওটি তা সামনে এনে দিল।

Advertisement
অল ইন্ডিয়া Translated By
অমৃতসর:

“আপনি দেখুন ম্যাডাম, কত লোক আপনাকে দেখার জন্য দাঁড়িয়ে আছে রেললাইনের ওপরে। এখান দিয়ে কয়েকশো ট্রেন বেরিয়ে গেলেও ওদের নাড়ানো যাবে না”। দশেরা অনুষ্ঠানটির প্রধান অতিথি নভজ্যোত কৌর সিধুকে অনেক মালা পরিয়ে দিয়ে তাঁকে উদ্দেশ্য করে এই কথাটিই বলেছিলেন কংগ্রেস নেতা মিঠুন মদন। অমৃতসরে ট্রেন দুর্ঘটনা ঘটার খানিকক্ষণ আগেই তিনি এই কথাটি নভজ্যোত কৌরকে বলেন। একটি ভিডিও আজ প্রকাশ্যে আসে। সেখানে মিঠুন মদনকে মাইকে বলতে শোনা যায়, “পাঁচ হাজারের ওপর মানুষ রেললাইনে দাঁড়িয়ে আছে। সবাই আপনাকে দেখতে এসেছে। পাঁচশো ট্রেন চলে গেলেও ওদের এখান থেকে সরানো যাবে না”।

এই ঘটনাটি যে আয়োজকদের চূড়ান্ত অবহেলার প্রত্যক্ষ ফল, এই ভিডিওটি তা সামনে এনে দিল।

অনুষ্ঠানটি করার জন্য আয়োজকরা স্থানীয় মিউনিসিপ্যালিটির কাছ থেকে অনুমতিও নেয়নি। অনুমতি নেয়নি রেল বা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছ থেকেও।

Advertisement

তারা কেবল একটি নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছিল অমৃতসর পুলিশের কাছ থেকে। যেখানে পরিষ্কার বলা হয়েছিল, পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের দেওয়া নির্দেশ মেনে চলবে তারা। যান চলাচলে কোনও সমস্যার সৃষ্টি করবে না। এছাড়া, অনুষ্ঠানটি কেউ কোনও অস্ত্র নিয়েও আসবে না।

Advertisement