Read in English
This Article is From Oct 25, 2018

পি চিদম্বরমের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ এনে চার্জশিট দিল ইডি

এয়ারসেল ম্যাক্সিস মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের বিরুদ্ধে টাকা নয়ছয়ের অভিযোগ এনে চার্জশিট দিল ইডি

Advertisement
অল ইন্ডিয়া

Highlights

  • প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের নামে চার্জশিট দিল ইডি
  • এয়ারসেল ম্যাক্সিস মামালার চার্জশিটে সবচেয়ে প্রথমে রয়েছে তাঁর নাম
  • যৌথ ভাবে এই মামলার তদন্ত করছে সিবিআই এবং ইডি
নিউ দিল্লি:

প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরমের নামে চার্জশিট দিল ইডি। 3500 কোটি টাকার এয়ারসেল ম্যাক্সিস মামালার  চার্জশিটে সবচেয়ে প্রথমে রয়েছে তাঁর নাম।

নাম আছে তাঁর ছেলেরও। তাঁর  হিসেব রক্ষক ভাষ্কর রমণ সহ আরও  ন' জনের নাম দেওয়া হয়েছে। 2006 সালে চিদম্বরম  অর্থমন্ত্রী থাকাকালীন এয়ারসেল ম্যাক্সিস বিদেশি বিনিয়োগের  অনুমতি দেওয়া হয়।

 এই ব্যাপারটা  নিয়েই  যৌথ ভাবে  তদন্ত করছে সিবিআই এবং ইডি। সিবিআই সূত্রে বলা হচ্ছে 800 মিলিয়ন ডলার      বিনিয়োগের আবেদন জানানো হয়েছিল।

আবেদন মঞ্জুর হওয়ার কথা ছিল প্রধানমন্ত্রীর নেতৃত্বে থাকা অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটির থেকে।  কিন্তু   আবেদন মঞ্জুর করে অর্থ মন্ত্রক। কিন্তু আমানত  600 কোটি টাকার  বেশি  হলে অনুমোদন দেওয়ার অধিকার অর্থ মন্ত্রকের থাকে না।   

Advertisement

এদিকে দিল্লির একটি আদালত জানিয়েছে আগামী মাসের এক তারিখ পর্যন্ত প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী  এবং তাঁর ছেলেকে গ্রেফতার করা  যাবে না।             

 

Advertisement
Advertisement