தமிழில் படிக்க Read in English
This Article is From Aug 19, 2019

কংগ্রেস আমলের এয়ার ইন্ডিয়া চুক্তি নিয়ে পি চিদাম্বরমকে তলব

ইউপিএ আমলে এয়ার ইন্ডিয়ার জন্য ১১১টি বিমানের চু্ক্তি নিয়ে শুক্রবার কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে তলব করে ইডি

Advertisement
অল ইন্ডিয়া Translated By

কংগ্রেস নেতা পি চিদাম্বরমকে ডেকে পাঠায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট

নয়াদিল্লি:

কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে ( P Chidambaram ) জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সূত্রের খবর, ইউপিএ (UPA) আমলে এয়ার ইন্ডিয়ার (Air India) জন্য ১১১টি বিমান কেনার চু্ক্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাঁকে ডেকে পাঠানো হয়েছে। চুক্তিটি এক দশকেরও বেশী সময়ের পুরানো। চুক্তিটি নিয়ে তৎকালীন অসামরিক বিমানমন্ত্রী প্রফুল্ল প্যাটেল ( Praful Patel ) দাবি করেন, পি চিদাম্বরমের নেতৃত্বাধীন মন্ত্রীদের একটি এমপাওয়ার্ড গ্রুপের তরফে অর্ডার পাশ করানো হয়েছিল। সেই দাবির প্রেক্ষিতেই চিদাম্বরমকে তলব করা হয়। ২৩ অগস্ট তাঁকে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করা হয়েছে। এর আগে এনডিটিভিকে (NDTV) এক সাক্ষাৎকারে প্রফুল্ল প্যাটেল বলেছিলেন, ‘বিমান ক্রয় সংক্রান্ত  সব সিদ্ধান্তই মন্ত্রিসভা ও বিমান সংক্রান্ত মন্ত্রিগোষ্ঠী গ্রহণ করেছে যৌথভাবে। মন্ত্রিগোষ্ঠীর নেতৃত্বে ছিলেন তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরম (P Chidambaram )।'

২০০৭ সালে প্রায় ৭০ হাজার কোটি টাকায় বোয়িং সংস্থা থেকে ৬৮টি এবং এয়ারবাস থেকে ৪৮টি বিমান কেনা হয়েছিল। ২০০৫ সালে বোয়িংয়ের সঙ্গে চুক্তি হয় এবং তার পরের বছরে এয়ারবাসের সঙ্গে চুক্তি করেন মনমোহন সিং। এয়ার ইন্ডিয়া ও ইন্ডিয়ান এয়ারলাইন্স সংযুক্তি হয়ে যায় ২০০৭ সালে। এটিরও তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা।

২০১৭ সালে সুপ্রিম কোর্টে নির্দেশে ৩টি মামলা দায়ের করে সিবিআই। বিমানের স্বত্ত্ব দেওয়ার ক্ষেত্রে অনিয়ম এবং আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে।  জানা যায়, সিবিআই-য়েপ প্রথম রিপোর্ট দেখেই এই তলব। এর আগে দীপক তালওয়ার নামে এক কর্পোরেট লবিস্টকে গ্রেফতার করে কেন্দ্রীয় সংস্থাটি।

Advertisement
Advertisement